• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা বৈশাখ ১৪৩১ সকাল ১১:২৬:২৪ (16-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা বৈশাখ ১৪৩১ সকাল ১১:২৬:২৪ (16-Apr-2024)
  • - ৩৩° সে:

পৌরসভা

আখাউড়ায় গ্রিল কেটে সাংবাদিকের বাসায় চুরি

৮ ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:১০:১৮

আখাউড়ায় গ্রিল কেটে সাংবাদিকের বাসায় চুরি

মোহাম্মদ আবির আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের রাধানগরে সাংবাদিক বিশ্বজিৎ পালের বাসায় চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিনগত রাতের কোন এক সময় বাসার দোতলায় বারান্দার গ্রিল কেটে এ চুরির ঘটনা ঘটে।

অজ্ঞাত চোরেরা একটি ল্যাপটপ, ২টি ক্যামেরা, ১টি মূল্যবান মোবাইল ফোন সেট, ৩টি চার্জার, নগদ টাকাসহ ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

খবর পেয়ে বুধবার সকালে আখাউড়া থানার ওসি (তদন্ত) মোঃ শফিক আহমেদসহ পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় তারা চুরির বিষয়ে খোঁজ খবর নেন।

জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে বিশ্বজিৎ পাল ড্রইং রুমে গিয়ে দেখে ওয়ারড্রবের ড্রয়ার খোলা। ফ্লোরে কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। পরে বারান্দায় গিয়ে দেখেন গ্রিলের একটি অংশ কাটা। পরে তিনি বুঝতে পারেন তার ঘরে চুরির ঘটনা ঘটে।

বিশ্বজিৎ বলেন, রাত দেড়টার পর কোন এক সময় আমার বাসার বারান্দার গ্রিল কেটে চোরের দল ঘরে প্রবেশ করে ল্যাপটপ, মোবাইল ফোন, ক্যামেরা এবং চার্জার এবং কিছু টাকা নিয়ে গেছে। চোরেরা ব্যাগ থেকে অন্যান্য কাগজপত্র রেখে ল্যাপটপটি নিয়ে গেছে।

তিনি জানান, বিষয়টি আমার কাছে এটি পরিকল্পিত বলে মনে হচ্ছে। আমার সাংবাদিকতায় ব্যাঘাত ঘটনানোর জন্য এ চুরির ঘটনা ঘটিয়ে থাকতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। পুলিশ সুপার দ্রুত মালামাল উদ্ধারের নির্দেশ দিয়েছেন বলে জানতে পেরেছি। সবার সাথে পরামর্শ করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব।

আখাউড়া থানার সাব ইন্সপেক্টর আবু ছালেক বলেন, রাতের অন্ধকারে চোর চক্র বারান্দার গ্রিল কেটে চুরি করেছে। বিষয়টি খতিয়ে দেখছি। আশা করি বিষয়টি দ্রুত উদঘাটন করে চোরকে আইনের আওতায় আনতে পারব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ফরিদপুরে বাস-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ১১
১৬ এপ্রিল ২০২৪ সকাল ০৯:৪৫:০৭