• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই বৈশাখ ১৪৩১ দুপুর ০২:১৪:১১ (23-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই বৈশাখ ১৪৩১ দুপুর ০২:১৪:১১ (23-Apr-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নবীনগরে সিপি বয়েজ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

৮ ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৪:৩৩:২৪

নবীনগরে সিপি বয়েজ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জ.ই বুলবুল, নবীনগর : শীত আর ব্যাডমিন্টন যেন একই সুতোয় গাঁথা! এই শীতের রাতে চাঙ্গা হতে তারুণদের প্রিয় খেলা ব্যাডমিন্টন। ‘খেলা ধর মাদক ছাড়ো’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সিপি বয়েজ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাত ৮টায় নবীনগর পৌরসভার কলেজ পাড়ায় এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা দল ২টি হলো- সিপি ইউনাইটেড বনাম অলস্টার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা ছাত্রদলের (আহবায়ক) আপেল মাহমুদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ছোট বিল্লাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সংবাদকর্মী মোঃ সাফিউল আলম, সমাজ সেবক মোঃ আল মাহমুদ রকি।

আরও উপস্থিত ছিলেন প্রবাসী মোঃ আল আমিন, প্রবাসী মোহাম্মদ রানা, ব্যবসায়ী মো. জাহিদুল, ব্যবসায়ী তন্ময়, মুসলেম মিয়া, পরিচালনা কমিটির শুভ ,নাজমুল, ইজাজ, শামিম, সিয়াম, শ্রাবণ, মিরাজ প্রমুখ।

টানটান উত্তেজনাপূর্ণ এ খেলায় (সিপি ইউনাইটেডকে) পরাজিত করে (অলস্টার) চ্যাম্পিয়ান হয়। জমকালো আয়োজনে সেরা খেলোয়াড় সিয়াম, এবং অলস্টার সেরা টিম ট্রফি অর্জন করেন। বিজয়ী টিমের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

খেলাটি পরিচালনা করেন সামদানি হৃদয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মো. আল ইমরান ও সহকারী ছিলেন রমজান, আনন্দ, জামির হোসেন, সুমন। ধারাভাষ্য দেন ইঞ্জিনিয়ার আশিক মাহমুদ।

যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে ৮টি দলের অংশগ্রহণে নক আউট পদ্ধতিতে গত ২৬ জানুয়ারি সিপি বয়েজ এর আয়োজনে শুরু হয় শীতকালীন এ ব্যাডমিন্টন টুর্নামেন্ট।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ওসমানী মেডিকেলের টিকেট এখন অনলাইনে
২৩ এপ্রিল ২০২৪ দুপুর ০১:১৩:৩৪

বাংলাদেশ-কাতার ১০ চুক্তি-সমঝোতা সই
২৩ এপ্রিল ২০২৪ দুপুর ১২:৫১:৪১





ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ
২৩ এপ্রিল ২০২৪ সকাল ১০:৫৭:৪৬