• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৭:৩৪ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৭:৩৪ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

গোসাইরহাটে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়কে মায়ের সামনে মেয়ের মৃত্যু

৩০ জানুয়ারী ২০২৪ দুপুর ০১:৫৩:৫২

গোসাইরহাটে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়কে মায়ের সামনে মেয়ের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের গোসাইরহাটে রাস্তা পাড় হতে গিয়ে অটোরিকশার চাপায় আদিবা ইসলাম (৫) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। ২৯ জানুয়ারি সোমবার বেলা ১১টার দিকে উপজেলার নাগেরপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আদিবা উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের রাণীসার এলাকার বোরহান উদ্দিন ও মাহমুদা বেগম দম্পতির ছোট মেয়ে। আদিবা নাগেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার স্কুল ছুটি শেষে মা মাহামুদা বেগমের হাত ধরে সড়কের পাশ দিয়ে বাড়ি ফিরছিল আদিবা। এসময় আদিবা তার মায়ের হাত থেকে ছুটে দৌড়ে রাস্তা পার হতে গিয়ে একটি অটোরিকশার নিচে চাপা পরে। এতে গুরুতর আহত হয় আদিবা। পরে তাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আদিবাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা মাহমুদা বেগম বলেন, সবসময় মেয়ে আমার হাত ধরেই বাসায় ফিরত। আজ হঠাৎ করেই আমার হাত ছেড়ে দিয়ে রাস্তা পার হতে দৌড় দিয়েছিলো। আগে জানলে ওকে কখনোই হাতছাড়া করতাম না। আমার মেয়েটি আজ আমাকে ছেড়ে চলে গেল।

এ বিষয়ে গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ বলেন, অটোরিকশার নিচে চাপা পড়ে আদিবা নামের শিশু শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইসকন নেতা চিন্ময় দাসের জামিন আদেশ স্থগিত
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:২৮

টুঙ্গিপাড়াসহ শেখ পরিবারের জমি জব্দের আদেশ
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬:১০



ভোলায় ৫ দফা দাবিতে মানববন্ধন
৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৫:৫৫:৪২