• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা বৈশাখ ১৪৩১ রাত ১০:১৪:১৫ (16-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা বৈশাখ ১৪৩১ রাত ১০:১৪:১৫ (16-Apr-2024)
  • - ৩৩° সে:

স্বাস্থ্য ও চিকিৎসা

নার্সিং কলেজের ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা : হাসপাতালের কর্মচারী বহিষ্কার

৭ ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ০২:৫৪:২৮

নার্সিং কলেজের ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা : হাসপাতালের কর্মচারী বহিষ্কার

বরিশাল ব্যুরো : বরিশাল নার্সিং কলেজের এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে হাসপাতাল প্রশাসন। একই সাথে এ ঘটনায় হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মনিরুজ্জামান শাহিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

৬ ফেব্রুয়ারি সোমবার দুপুরে শেবাচিম হাসপাতালের মেডিসিন ইউনিটে এই ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, নার্সিং কলেজের ছাত্রীকে সোমবার বেলা ১১টার দিকে মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা নিতে যান। এ সময় ডাক্তারের সহকারী চতুর্থ শ্রেণির কর্মচারী ইফাদ সন্যামত ওই ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ এবং শ্লীলতাহানির চেষ্টা করেন। এক পর্যায়ে ওই ছাত্রীর পরিচয় পত্রের (আইডি কার্ড) ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় ইফাদ। এই ঘটনার বিচার দাবি করে নার্সিং কলেজের শিক্ষার্থীরা বেলা দেড়টা থেকে ২টা পর্যন্ত শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিক্ষোভ করেন। এ ঘটনায় নার্সিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ওই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ভুক্তভোগী বিএসসি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি দ্বিতীয় বর্ষের হেনস্তার শিকার ছাত্রী বলেন, আমি চিকিৎসা নিতে মেডিসিন বিভাগে যাই। সেখানে চতুর্থ শ্রেণির কর্মচারী ইফাদ সন্যামত আমার সঙ্গে খারাপ আচরণ করেন, হাত ধরে টান দেন। আমার আইডি কার্ডের ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। আমি এ ঘটনার বিচার চাই।

এ ব্যাপারে অভিযুক্ত ইফাদ সন্যামতের মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, নার্সিং কলেজের শিক্ষার্থীদের মৌখিক অভিযোগে ইফাদ সন্যামতকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে চূড়ান্ত পদক্ষেপ নিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


উত্তরায় মাই টিভির বর্ষপূর্তি উদযাপন
১৬ এপ্রিল ২০২৪ রাত ০৮:২৮:৫৯







রায়পুরায় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
১৬ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:১৩:৫৯