• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৩২:৩৩ (13-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৩২:৩৩ (13-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

দেবিদ্বারে চাঁদাবাজি বন্ধ ঘোষণা দিলেন নবনির্বাচিত এমপি

১১ জানুয়ারী ২০২৪ সকাল ০৮:১০:৪৯

দেবিদ্বারে চাঁদাবাজি বন্ধ ঘোষণা দিলেন নবনির্বাচিত এমপি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার উপজেলার সিএনজি স্ট্যান্ডের চাঁদাবাজি বন্ধ করার নির্দেশ দিয়েছেন নবনির্বাচিত এমপি। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে শপথ নেওয়ার পর ১০ জানুয়ারি বুধবার মো. আবুল কালাম আজাদ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এ ঘোষণা দেন।

নবনির্বাচিত এমপির পক্ষ থেকে উপজেলার সকল সিএনজি স্ট্যান্ড, অটোরিকশা, পিকআপ ভ্যান থেকে চাঁদা আদায় বন্ধ করার ঘোষণা আশার পর থেকে সিএনজি চালক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে স্বস্তি ফিরে আসে।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের সিএনজি ও অটোরিকশা স্ট্যান্ড ঘুরে জানা যায়, দেবিদ্বার পৌরসভাসহ উপজেলার বাগুর, গুনাইঘর, ফতেহাবাদ, ভানী, রাজামেহার, এলাহাবাদ, শালঘর,  ইউসুফপুর, রসুলপুরসহ বিভিন্ন এলাকায় প্রায় ১৫/২০ হাজার সিএনজি চালক আছেন। বিগত ১০ বছর ধরে সাবেক এমপির নাম ভাঙ্গিয়ে চালকদের কাছ থেকে প্রতিনিয়ত লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করা হতো। আবুল কালাম আজাদ এমপি নির্বাচিত হওয়ার পর প্রথম দিন এ চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিলেন।

চাঁদা আদায় বন্ধ ঘোষণা করার পর থেকে উপজেলা বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন সাধুবাদ জানাচ্ছেন।

এ ব্যাপারে নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ জানান, গরিব অসহায় মানুষের কাছ থেকে এতদিন যারা চাঁদা নিয়েছে তারা এ নির্বাচনে ভোটের মাধ্যমে সঠিক জবাব পেয়েছে। আমি এসেছি উপজেলাবাসীর সাধারণ জনগণের জন্য কাজ করতে। কোনো সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি চলবে না। সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করে সমৃদ্ধ দেবিদ্বার গড়ে তোলাই আমার লক্ষ্য।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হিলিতে দাম বাড়ল কাঁচা মরিচের
১৩ মে ২০২৪ দুপুর ০২:৪৬:১৮