• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৯:৪৬:২২ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৯:৪৬:২২ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

চাকরি

ঈশ্বরদীতে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত

২৭ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:১২:৪৬

ঈশ্বরদীতে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বেকারত্ব দূর করতে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সিইডিপি প্রকল্পের আওতায় ঈশ্বরদী সরকারি কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী চাকুরি মেলা অনুষ্ঠিত হয়েছে।

২৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় ঈশ্বরদী সরকারি কলেজ ক্যাম্পাসে এ মেলা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ প্রফেসর মোছা. হাফিজা খাতুন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম. রবিউল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ রবিউল ইসলাম বলেন, ভালো চাকরি পাওয়ার জন্য ভালো সিজিপিএ’র পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞানের অন্যান্য শাখা থেকেও জ্ঞান আহরণ করার তাগিদ দেন। বিশেষ করে পরিবর্তনশীল টেকনোলজি থেকে জ্ঞান আহরণ করার জন্য তিনি গুরুত্বারোপ করেন।

উদ্বোধন পর্বে স্নাতকধারীদের সিভি প্রস্তুত, চাকরির সাক্ষাৎকার দেয়ার বিভিন্ন কৌশল, অন্যান্য দক্ষতা বিষয়ে পরামর্শ ও অনুপ্রেরণা প্রদান করেন প্রকৌশলী মো. হাবিবুল হাসান।

ঈশ্বরদী সরকারি কলেজের চাকরি মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রূপালী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো, আশা, ব্র্যাক, জাগরণী চক্র ফাউন্ডেশন, ওসাকা, আর.আর.পি গ্রুপ, মল্লিক গ্রুপ, গ্রীনটেক পেন আইটির মতো বহুজাতিক ও কর্পোরেট প্রতিষ্ঠান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগ এখন মরা লাশ: ভিপি নুর
৩০ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৩৫:৫৫