• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:১৫:২৬ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:১৫:২৬ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মেহেরপুরে পৌঁছেছে নির্বাচনী ব্যালট পেপার

২৬ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:৫৮:৫৮

মেহেরপুরে পৌঁছেছে নির্বাচনী ব্যালট পেপার

মেহেরপুর প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম মেহেরপুরে পৌঁছেছে।

২৫ ডিসেম্বর সোমবার দিবাগত রাত ১টার দিকে ব্যালট পেপার এসে পৌঁছায়। দূরত্ব ও দুর্গম বিবেচনায় প্রথম ধাপের ১৩টি জেলার মধ্যে মেহেরপুরেও পৌঁছেছে এসব সরঞ্জামাদি।

আগামী ৭ জানুয়ারির নির্বাচন উপলক্ষ্যে মেহেরপুরের ২টি আসনে ২০৭টি কেন্দ্রের বিপরীতে ভোটের সংখ্যা অনুযায়ী, ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প-প্যাড মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ট্রেজারি শাখায় সংরক্ষণসহ সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

নেজারত ও ট্রেজারি শাখার সহকারী কমিশনার গোলাম রাব্বানী সোহেলের উপস্থিতিতে এসব সরঞ্জামাদি বুঝিয়ে দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা ওয়ালিউল্লাহ।

আগামী ৩ থেকে ৪ তারিখের মধ্যে চাহিদা মোতাবেক উপজেলাগুলোতে এগুলো পৌঁছে দেওয়া হবে। উপজেলা থেকে পরবর্তীতে কেন্দ্রে কেন্দ্রে ভোটের দিন সকালে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ