• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:২০:৪৬ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:২০:৪৬ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গভীর রাতে শীতবস্ত্র নিয়ে মানুষের দুয়ারে কাপ্তাইয়ের ইউএনও

২০ ডিসেম্বর ২০২৩ দুপুর ০২:০৭:৪৪

গভীর রাতে শীতবস্ত্র নিয়ে মানুষের দুয়ারে কাপ্তাইয়ের ইউএনও

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: দেশের অন্যান্য স্থানের মতো রাঙামাটির কাপ্তাই উপজেলায় জেঁকে বসেছে প্রচণ্ড শীত। যার ফলে এলাকার অসহায়-দুস্থ মানুষ শীতে কষ্ট পাচ্ছেন।

আর এ কারণেই রাতে শীতার্তদের পাশে প্রধানমন্ত্রীর উষ্ণতার পরশ শীতবস্ত্র (কম্বল) নিয়ে দুয়ারে দুয়ারে গেছেন কাপ্তাই ইউএনও মো. মহিউদ্দিন ।

১৯ ডিসেম্বর মঙ্গলবার রাত ১০টা হতে মধ্য রাত পর্যন্ত কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকায় তিনি শীতবস্ত্র বিতরণ করেন।

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের কলেজ গেইট, স্টেডিয়াম পাড়া, বড়ইছড়িসহ বিভিন্ন পল্লী এবং পথের ধারে ঘুমিয়ে থাকা সহায় সম্বলহীন মানুষের গায়ে জড়িয়ে দেন এই উষ্ণ পরশ।

শীতবস্ত্র বিতরণের সময় ইউএনও জানান, পাহাড়ি অঞ্চলে শীতকালে রাত ১০টা মানে গভীর রাত। সাধারণত এ এলাকায় বেশিরভাগ মানুষই পাহাড়ে জুমচাষ করে জীবিকা নির্বাহ করেন। তাই তাদের দিন শুরু হয় কাকডাকা ভোরে। ভোরে প্রচণ্ড ঠাণ্ডা থাকে, তাই মানুষের অনেক কষ্ট হয়।

তিনি আরও বলেন, ছিন্নমূল বা গরীব মানুষগুলোকে প্রধানমন্ত্রীর দেওয়া উষ্ণতার পরশ কম্বল দিতে পেরে আমরা আনন্দিত। তাদের গায়ে কম্বল জড়িয়ে দিতেই যখন তাদের নির্মল হাসি দেখতে পাই, তখন মনটা ভালো লাগার অনুভূতিতে ভরে যায় ।

এসময় শীতবস্ত্র বিতরণে ইউএনওর সাথে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রুহুল আমিন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






প্রধানমন্ত্রীকে ডিবিএ’র অভিনন্দন
১১ মে ২০২৪ দুপুর ০১:৫৯:২৩