• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৭:২০ (14-Dec-2025)
  • - ৩৩° সে:

শিবগঞ্জে বিস্ফোরক-দেশীয় অস্ত্রসহ আটক ১

৭ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৩:০১:১৩

সংবাদ ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিস্ফোরক ও দেশীয় অস্ত্রসহ তরিকুল ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

Ad

৬ ডিসেম্বর বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মারুফুল হক। এর আগে, মঙ্গলবার রাতে উপজেলার মনাকষা বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

Ad
Ad

মেজর মারুফুল হক জানান, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় ককটেল হামলার ঘটনা ঘটে। এরপর র‍্যাবের গোয়েন্দা দল হামলাকারী ও ককটেলের কারিগরদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এর ধারাবাহিকতায় তরিকুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীকালে তরিকুলের দেওয়া তথ্যের ভিত্তিতে ককটেল তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫টি তাজা ককটেল, বিভিন্ন দেশীয় অস্ত্র ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে আগেই টের পেয়ে পালিয়ে যান কারখানার মালিক ও আরেক কারিগর সাইদুল ইসলাম ওরফে রানা।

তিনি বলেন, রানাকে গ্রেফতারে অভিযান চলছে। শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে তরিকুলকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, র‍্যাবের দায়ের করা মামলায় তরিকুলকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
কালামপুরে গাঁজা ও পিকআপসহ গ্রেফতার ৪
১৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৫:০০



সংবাদ ছবি
প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের বৈঠক
১৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:১৪




সংবাদ ছবি
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
১৪ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৩:৫৮




Follow Us