• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:২১:০৫ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:২১:০৫ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শিবালয়ে ডাকাতির ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

৬ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৫৫:৪৮

শিবালয়ে ডাকাতির ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজারে ডাকাতির ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. বাবুল শেখ ওরফে ভ্যান বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার বাবলু মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া গ্রামের মৃত খলিল শেখের ছেলে। তার বিরুদ্ধে আদালতে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ৭টি মামলা বিচারাধীন রয়েছে।

৬ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার গোলাম আজাদ খান।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ১৫ নভেম্বর রাত ৪টার সময় অজ্ঞাতনামা ১৫/২০ জন শিবালয়ের জাফরগঞ্জ বাজারে বিভিন্ন ধরণের আগ্নেয়াস্ত্র নিয়ে তিনটি জুয়েলারি, দুইটি মোবাইলের দোকান ও চারটি মুদি দোকানে ডাকাতি করে। এ সময় তারা ৭ ভরি সাত আনা স্বর্ণ, ৬৫০ ভরি রূপা, ১৪টি মোবাইল ফোন ও নগদ ১ লাখ ৬১ হাজার ২০০ টাকাসহ সর্বমোট ১৭ লাখ ২২ হাজার ২০০ টাকার মালামাল লুট করে। এ ঘটনায় শিবালয় থানায় ১৫/২০ জন ডাকাতের বিরুদ্ধে একটি মামলাটি করা হয়। তারপর ডাকাতদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতিতে অংশগ্রহণকারী ডাকাত বাবুলকে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাবুল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ নূর এ আলম জানান, গত ১৫ নভেম্বর শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজারে ডাকাতির ঘটনায় বাবলুকে গ্রেফতার করা হয়েছে। এর আগে, ১ ডিসেম্বরে চারজন ও ২ ডিসেম্বর আরও দুইজনসহ মোট ছয়জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




প্রধানমন্ত্রীকে ডিবিএ’র অভিনন্দন
১১ মে ২০২৪ দুপুর ০১:৫৯:২৩