• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০১:৪৫:২৪ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০১:৪৫:২৪ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পুলিশ হত্যা মামলায় বিএনপির ৪ নেতাকর্মী গ্রেফতার

২২ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:২৯:৩৩

পুলিশ হত্যা মামলায় বিএনপির ৪ নেতাকর্মী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি: বিএনপির সমাবেশে পুলিশ সদস্য পারভেজ হত্যা মামলায় আত্মগোপনে থাকা বিএনপির চার নেতাকর্মীকে গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন, শেরে বাংলা নগর থানা বিএনপির আমতলা ইউনিটের সদস্য মো. ইমরান (২৪), একই ইউনিটের সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়া (৪২), মো. মনির হোসেন (২৮) ও বাদল দাস (৬০)।

২২ নভেম্বর বুধবার সকালে গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর পুলিশের উপ-কমিশনার ইব্রাহীম খান।

তিনি বলেন, গত ২৮ অক্টোবর ঢাকার পল্টন থানার সামনে বিএনপির সমাবেশ চলাকালে পুলিশ সদস্য পারভেজকে পিটিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে জড়িত আসামিরা গাজীপুর মহানগর সদর থানা এলাকায় আত্মগোপন করে অবস্থান করছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালায় পুলিশ। এসময় সদর থানার লক্ষীপুরা এলাকায় আত্মগোপনে থাকা ইমরানকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে, এ ঘটনায় জড়িত বাবুল মিয়া, মনির হোসেন ও বাদল দাসকে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে ইমরান পুলিশ সদস্যদের ওপর আক্রমণের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। এসময় সে ঘটনায় জড়িত অন্যান্য সহযোগিদের নাম প্রকাশ করেন। বাবুল মিয়ার নেতৃত্বে পুলিশ কনস্টেবল পারভেজ হত্যার পর গ্রেফতার এড়াতে তারা গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেন।

গ্রেফতারদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ