• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আশ্বিন ১৪৩১ সকাল ০৯:০৪:৫৪ (12-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আশ্বিন ১৪৩১ সকাল ০৯:০৪:৫৪ (12-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

দুমকীতে ২ মন চালের দামেও মিলছে না একটি ইলিশ!

১৪ নভেম্বর ২০২৩ দুপুর ১২:৫৪:০৭

দুমকীতে ২ মন চালের দামেও মিলছে না একটি ইলিশ!

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকীর রাজাখালী বাজারে দুই মন চালের দামেও মিলছে না একটি ইলিশ। ১৩ নভেম্বর সোমবার বিকেলে উপজেলার রাজাখালী বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মাছ ব্যবসায়ী কামাল এক ইলিশের দাম হাকছেন ৫ হাজার টাকা। যা দুই মন চালের দামের চেয়েও বেশি। স্থানীয় পর্যায়ে প্রতি মন চাল পাওয়া যায় তেইশ/ চব্বিশ শত টাকায়। কোনো কৃষক যদি মাছটি কিনতে চায়, তাহলে তাকে দুই মনের বেশি চাল বিক্রি করতে হবে।

ইতোমধ্যে ক্রেতারা মাছটির দাম চার হাজারের উপরে বলছেন বলে জানান ব্যবসায়ী কামাল।

তিনি আরও জানান, সকালে বাউফলের কালাইয়া বাজার থেকে মাছটি চার হাজার টাকায় কিনে এনেছেন।

কত টাকা হলে বিক্রি করবেন, এমন প্রশ্নের উত্তরে জানান, চার হাজার পাঁচশত হলে বিক্রি করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ