• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ১১:২০:৪৮ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ১১:২০:৪৮ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাজীপুরে আলোচিত সিয়াম হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার

২৭ অক্টোবর ২০২৩ সকাল ০৮:৫৭:৩৯

গাজীপুরে আলোচিত সিয়াম হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরে প্রেমঘটিত কারণে সিয়াম হত্যাকাণ্ডের প্রধান আসামি আরাফাতকে ঘটনার ৬ মাস পর লক্ষ্মীপুর জেলার মান্দারী এলাকা থেকে গ্রেফতার  করেছে র‍্যাব। গ্রেফতার মো. আরাফাত গাজীপুর সদর থানাধীন দক্ষিণ ছায়াবীথি এলাকার মো. মইনউদ্দিনের ছেলে।

২৫ অক্টোবর বুধবার লক্ষ্মীপুর জেলার মান্দারী এলাকায় অভিযান পরিচালনা করে সিয়াম হত্যা মামলার পলাতক আসামি মো. আরাফাতকে গ্রেফতার করা হয়। ২৬ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এসব তথ্য জানান, গাজীপুর র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ ইয়াসির আরাফাত হোসাইন।

চলতি বছরের ২৭ এপ্রিল গাজীপুরের সদর থানাধীন ছায়াবীথি এলাকার একটি মাঠে সিয়ামের হাত-পা বেঁধে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যার হত্যাকারীরা। নিহত সিয়াম গাজীপুর মহানগরের সদর থানাধীন ছোট দেওড়া এলাকার মো. সফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় নিহতে পিতা বাদী হয়ে গাজীপুর মহানগর সদর থানায় অজ্ঞতনামা বেশ কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

পরে পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ৬ আসামিকে গ্রেফতার করে। তবে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আরাফাত গত ৬ মাস ধরে আত্মগোপনে ছিল। বিষয়টি নিয়ে গাজীপুর র‍্যাব-১ ছায়া তদন্ত শুরু করে অবশেষে লক্ষ্মীপুর থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ ইয়াসির আরাফাত হোসাইন জানান, প্রেমঘটিত কারণে আসামিরা নৃশংসভাবে হত্যা করে সিয়ামকে ।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতার আরাফাত জানায়, তার প্রেমিকার সাথে সিয়ামের ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছি। আর এই বিষয়টি জানতে পেরে কৌশলে সিমায়কে ডেকে এনে আরাফাত ও তার আরও ১০/১৫ বন্ধু মিলে সিয়ামের হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




অনলাইন জুয়াকে লাল কার্ড প্রদর্শন
৩০ এপ্রিল ২০২৫ সকাল ১০:১৬:৫৪

গাছ সতেজ রাখতে এড়িয়ে চলুন সাত ভুল
৩০ এপ্রিল ২০২৫ সকাল ১০:১০:১৭


আওয়ামী লীগ এখন মরা লাশ: ভিপি নুর
৩০ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৩৫:৫৫