• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:৪৮:৩৬ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:৪৮:৩৬ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পীরগাছায় দুর্গোৎসব উপলক্ষে আনসার-ভিডিপির বাছাই

১০ অক্টোবর ২০২৩ রাত ০৮:১১:১৪

পীরগাছায় দুর্গোৎসব উপলক্ষে আনসার-ভিডিপির বাছাই

রংপুর ব্যুরো: রংপুরের পীরগাছা উপজেলা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আনসার-ভিডিপির বাছাই অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর মঙ্গলবার দুপুরে পীরগাছা উপজেলা পরিষদ অডিটরিয়ামে শারদীয় দুর্গোৎসবের মন্ডপগুলোতে সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য আনসার ও ভিডিপির প্রশিক্ষণপ্রাপ্ত কার্ডধারী অভিজ্ঞদের ডিউটির জন্য বাছাই করা হয়েছে।

পীরগাছা আনসার ভিডিপি উপজেলা কর্মকর্তা ফারজানা আক্তার সুমি জানান, সরকারের নির্দেশনা মোতাবেক আনসার ভিডিপিতে দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত কার্ডধারী যোগ্যদের শারদীয় দুর্গোৎসবে সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য বাছাই করা হয়েছে। এরপরেও পুলিশ ভেরিফিকেশন পাওয়ার পরেই তাদেরকে শারদীয় দুর্গোৎসবের মন্ডপগুলোতে পাহারায় নিয়োজিত করা হবে। যাতে করে পুলিশের পাশাপাশি আনসার-ভিডিপি সদস্যরা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।

তিনি আরও জানান, বাছাই কমিটির প্রধান হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা আনসার ভিডিপি সরকারি জেলা কমান্ড্যান্ট জাকির হোসেন, সার্কেল অ্যাডজুডেন্ট রাসেল আহমেদ, মিঠাপুকুর উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা প্রবীর কুমার রায়। তারা সঠিক কাগজপত্র প্রাপ্তবয়স্কদের দেখে বাছাই করে ডিউটির জন্য নির্ধারিত করে দিয়েছেন।

এ সময় উপজেলা অফিসার আজম আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বছর আনসার ভিডিপি প্রশিক্ষণপ্রাপ্ত ও সঠিক কগজপত্র ও দক্ষ আনসার ভিডিপি সদস্য ছাড়া কাউকে শারদীয় দুর্গা উৎসবের মন্ডপগুলোতে ডিউটির জন্য সুযোগ দেয়া হবে না বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ
১০ মে ২০২৪ সকাল ০৮:১৪:১০