• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ দুপুর ০২:০৪:২৭ (27-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ দুপুর ০২:০৪:২৭ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

খেলা

বিশ্বকাপের আগে বাংলাদেশের সিরিজ হার

২৬ সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:৪৩:৩৭

বিশ্বকাপের আগে বাংলাদেশের সিরিজ হার

ক্রীড়া প্রতিবেদক: বিশ্বকাপের আগে বাংলাদেশের ওয়ার্ম-আপ খুব একটা ভালো হয়নি। সফরকারী নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে সিরিজ হারতে হয়েছে ২-০ ব্যবধানে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ উইকেটের বিশাল জয় তুলে নেয় নিউজিল্যন্ডক। একইসাথে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ। টাইগারদের দেয়া ১৭২ রানের সহজ লক্ষ্য তারা করতে নেমে ৭ উইকেট জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যন্ড।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ৮ রানে সাজঘরের ফেরে ২ ওপেনার তানজিদ হাসান ও জাকির হাসান। ব্যর্থদের তালিকায় আরও নাম লেখান তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

অধিনায়কের দায়িত্বে থাকা শান্ত উইকেটের একপ্রান্ত আগলে রেখেছেন। করেছেন ব্যক্তিগত ৭৬ রান। ম্যাকঞ্চির বলে আউট ওয়ার পর ভেঙে পড়ে স্বাগতিকদের ব্যাটিং লাইন আপ। শেষে কোনমতে ১৭১ রান তুলতেই থামে বাংলাদেশ।

ব্যাট করতে নেমে সফরকারীরা শুরু থেকে দেখেশুনে খেলেন। ২ কিউই ওপেনার ফিন অ্যালেন ও উইল ইয়ং অবিচ্ছেদ্য ছিলেন ৪৯ রানে। তাদের জুটি ভাঙেন শরিফুল ইসলাম। ইনিংসের ১০ তম ওভারে তার ব্যাক টু ব্যাক আউট হন অ্যালেন ও ডিন ফক্সক্রফট। এসময় উইকেট কামড়ে পড়ে থাকেন চক্সাকা ও হেনরি নিকলস। এই ২ জন দলকে টেনে নিয়ে যান জয়ের দ্বারপ্রান্তে। দলীয় ১৩০ রানে নাসুম আহমেদ ইয়ংকে ফেরালেও ততক্ষনে সুবিধাজনক স্থানে চলে যায় সফরকারীরা।

শেষ পর্যন্ত আর ম্যাচে সুবিধা করে উঠতে পারেনি বাংলাদেশ। ৭ উইকেটের হারের পাশাপাশি ৯ বছর পর নিজেদের মাটিতে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো স্বাগতিকরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভালুকায় পুত্রের হাতে পিতা খুন
২৭ এপ্রিল ২০২৪ দুপুর ০১:৫২:৩৯




খোকসায় বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়
২৭ এপ্রিল ২০২৪ দুপুর ১২:৩২:৩১

হিটস্ট্রোকে দেড় বছরের শিশুর মৃত্যু
২৭ এপ্রিল ২০২৪ দুপুর ১২:২২:০২


চট্টগ্রামে চোরাই বিটুমিনসহ গ্রেফতার ২
২৭ এপ্রিল ২০২৪ সকাল ১১:৪৯:৫৪