• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪৪:৫৭ (06-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪৪:৫৭ (06-Dec-2024)
  • - ৩৩° সে:

খেলা

৪৫০ রানের জবাবে ২ উইকেট হারিয়ে ব্যাকফুটে টাইগাররা

২৪ নভেম্বর ২০২৪ সকাল ১১:১২:০১

৪৫০ রানের জবাবে ২ উইকেট হারিয়ে ব্যাকফুটে টাইগাররা

স্পোর্টস ডেস্ক: অ্যান্টিগা টেস্টে প্রথম দিনে ৫ উইকেটে ২৫০ রান করে ওয়েস্ট ইন্ডিস। টেস্টের দ্বিতীয় দিনে মাত্র ১১ রান যোগ করতেই হারিয়ে ফেলেছিল ২ উইকেট। এরপরের গল্পটা স্বাগতিকদের দাপটের। স্টিন গ্রেভসের সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে ৪৫০ রানে ইনিংস ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানের মধ্যে আউট হয়েছে টাইগার দুই ওপেনার। শেষ পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়ে ৪০ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।

তবে দলীয় ২১ রানের মধ্যে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। জাকির ৩৪ বলে ১৫ ও জয় ৩৩ বলে ৫ রান করে সাজঘরে ফিরে যান। এরপর শাহদাত হোসেন দিপুকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মুমিনুল হক। আর কোনো উইকেট না হারিয়ে দিনের বাকী খেলা শেষ করেন এই দুই ব্যাটার। মুমিনুল ২৩ বলে ৭ ও দিপু ৩১ বলে ১০ রানে অপরাজিত আছেন।

দিনের প্রথম ওভারেই আজ হাসান মাহমুদ পেয়েছিলেন উইকেটের দেখা। এলবিডব্লু করেন উইন্ডিজের জসুয়া দা সিলভাকে। পরে ক্যারিবিয়ান উইকেটরক্ষক ব্যাটার রিভিউ নিয়েছিলেন। তবে হাসানের ভাগ্যটা ভালো বলতেই হয়। আম্পায়ার্স কলে আউট হন এই ব্যাটার। খানিক পর আবার আঘাত। এরপর ফেরালেন আলজারি জোসেফকে। একই লেন্থে বল ফেলেছিলেন। বল ব্যাটের কানায় লেগে চলে যায় গালি অঞ্চলে। উড়ন্ত ক্যাচ নিয়ে বাংলাদেশের সপ্তম উইকেট এনে দেন জাকির হাসান।

দুই উইকেট নিয়ে ইতিহাসে নাম লেখান হাসান। এক ক্যালেন্ডার বছরে বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন হাসান মাহমুদ। ২০২৪ সালেই অভিষেক হয়েছে এই ফরম্যাটে। এরপরেই নিজেকে প্রতিনিয়ত প্রমাণ করেছেন লঙ্গার ফরম্যাটে। ক্যারিয়ারের ৮ম ম্যাচে এসে পেয়েছেন ২৫তম উইকেট।

কিন্তু রেকর্ড আর উদযাপনের গল্প এরপর আর বাড়েনি। কেমার রোচ ও জাস্টিন গ্রিভসের জুটিতে বাংলাদেশের হতাশা কেবল বেড়েছে। রোচকে শেষ পর্যন্ত হাসান শিকার বানালেও ততক্ষণে বড় জুটির অংশ হয়ে গিয়েছেন আদতে ক্যারিবিয়ান এই পেসার। অন্যপ্রান্তে যেন উইকেট অটুট রাখার পণ নিয়ে নেমেছিলেন গ্রিভস। শেষ পর্যন্ত রইলেন অপরাজিত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ২০
৬ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:১৬:৩৬