• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ সকাল ১১:২৬:২৭ (27-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ সকাল ১১:২৬:২৭ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

খেলা

১০ উইকেট নিয়ে ম্যাচসেরা তাইজুল

২ ডিসেম্বর ২০২৩ রাত ০৯:৪৯:৩৩

১০ উইকেট নিয়ে ম্যাচসেরা তাইজুল

স্পোর্টস ডেস্ক: প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৪ রানের বিনিময়ে ১০ উইকেট তুলে নেয়ায় ম্যাচসেরা হয়েছেন তাইজুল ইসলাম।

সিলেট টেস্ট নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের জয়ে বল হাতে অগ্রণী ভূমিকা পালন করেছেন বাঁ হাতি স্পিনার। তাইজুল ইসলামের ঘূর্ণিতে দিশাহারা হয়ে পড়ে কিউই ব্যাটাররা। ২ ইনিংসে কিউইদের ২০ উইকেটের ১০টিই তুলে নিয়েছেন বাঁ হাতি টাইগার স্পিনার তাইজুল ইসলাম।

শনিবার (২ ডিসেম্বর) সিলেটে ৭৫ রান দিয়ে ৬ নিউজিল্যান্ড ব্যাটারকে সাজঘরে ফিরান সিলেট টেস্ট জয়ে অগ্রণী ভূমিকা রাখা তাইজুল। ২ ইনিংসে ১২৪ রানের বিনিময়ে ১০ উইকেট তুলে নেয়ায় ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন তিনি। আজ ম্যাচ শেষে ৬ ডিসেম্বর মিরপুরে শুরু হওয়া টেস্টে ভালো বোলিং করার কথা জানিয়েছেন তিনি।

প্রথম ইনিংসে ৩৯ ওভার বল করে ৯টি মেডেন ওভারসহ ৩৯ রানের বিনিময়ে তুলে নেন ৪ উইকেট। কিউইদের বিপক্ষে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩১০ রান সংগ্রহ করে। নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩১৭ রান সংগ্রহ করে। প্রথমে কিউইরি ৭ রানের লিড নিতে সক্ষম হয়।

টাইগাররা তাদের দ্বিতীয় ইনিংসে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের ফিফটির উপর ভর করে ৩৩৮ রান সংগ্রহ করে। ৩৩২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে তাইজুল ইসলামের ঘূর্ণিতে চতুর্থ দিন শেষে ৭ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে কিউইরা।

গতকাল চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের যে ৭টি উইকেটের পতন ঘটে তার ৪টি তুলে নেন বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম। চতুর্থ দিনে তিনি ২০ ওভার বোলিং করে ৪০ রানের বিনিময়ে ৪ কিউই ব্যাটারকে সাজঘরে ফেরান তিনি। প্রথম ইনিংসে ১০৪ রানের ইনিংস খেলা কেইন উইলিয়ামসনকে দ্বিতীয় ইনিংসে ১১ রানে সাজঘরে ফেরান তাইজুল। সিলেট টেস্টের প্রথম এবং দ্বিতীয় ইনিংসে শুধু নয় এই নিয়ে তিনবার কেইন উইলিয়ামসনকে আউট করলেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ক্ষেতলালে বাড়ছে চিনা বাদামের চাষ
২৭ এপ্রিল ২০২৪ সকাল ১১:২৬:২১