• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:৩০:৫৪ (07-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৩শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:৩০:৫৪ (07-Dec-2024)
  • - ৩৩° সে:

খেলা

বাংলাদেশ-পাকিস্তান কি একসুতোয় গাথা!

৩০ অক্টোবর ২০২৩ রাত ০৯:৫৮:৫৩

বাংলাদেশ-পাকিস্তান কি একসুতোয় গাথা!

ক্রীড়া প্রতিবেদক: নিজেদের আত্মবিশ্বাস ও সামর্থ্যে আর কিছু অবশিষ্ট না থাকায় এখন দোয়ার দাওয়াই একমাত্র ভরসা বাংলাদেশ ক্রিকেট দলের। বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান পরপর ৪ ম্যাচ হেরে দোয়া চেয়েছিলেন দেশবাসীর কাছে। ধর্মশালায় দলের আরেক স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও চেয়েছেন দোয়া!

অন্তত একই যায়গায় পাকিস্তানকে একই সুতোয় গেথেছে বাংলাদেশ দল। শুরুটা ভালো করেও বিশ্বকাপে তারাও হোঁচট খেয়েছে। ফেভারিট হিসেবে শুরু করলেও তাদের সেমিফাইনালে উঠা একরকম অনিশ্চিত। দলের এমন দশায় পদত্যাগ করেছেন প্রধান নির্বাচক ইনজামামুল হক। দোয়ার দাওয়াই তাই মহা সমারোহে চলছে পাকিস্তান দলেও। পাকিস্তানি এক সাংবাদিক তো রসিকতা করেই প্রশ্ন করলেন, পাকিস্তানের খেলোয়াড়রা কী এখন কেবল চেষ্টা করে যাচ্ছে নাকি দোয়া করে যাচ্ছে?


উত্তরে পাকিস্তানের প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন যা বললেন তাতে দাঁড়ায়, বাংলাদেশ-পাকিস্তান এক সুতোয় গাঁথা। ব্র্যাডবার্নের ভাষ্য, অবশ্যই তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। সঙ্গে দোয়াও করছে। আমরা এখন যে অবস্থায় দাঁড়ানো সেখানে আমাদের থাকার কথা ছিলো না। বিশ্বাকাপে আমাদের নিয়ন্ত্রণে রেখে ভাগ্য নির্ধারণ করার কথা, ভাগ্য আমদের পক্ষে না। তাইতো বাজে পারফর্মেন্সের পাশাপাশি দলে হতাশা বেড়েছে। সামনে আমাদের প্রতিপক্ষ বাংলাদেশ, আমরা এবারও চেষ্টা চালিয়ে যাবো।

বিশ্বকাপে সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে বাংলাদেশ ভারতে এসেছিলে। তবে পরপর ৫ ম্যাচ হারায় তারা ছিটকে যায়। পাকিস্তানের হাতে আছে আর ৩ টি ম্যাচ। সবকটি ম্যাচ জিতলেই কেবল  তাদের সুযোগ থাকবে সেরা ৪ এ খেলার। ইডেনে মঙ্গলবার তাদের প্রতিপক্ষ বাংলাদেশ।

খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা পাকিস্তান এবং বাংলাদেশ ২ দলই জেতার জন্য মুখিয়ে আছে। তবে বাংলাদেশকে বেশ সমীহই করছেন কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন। তিনি বলেন, আমরা সামনে তাকিয়ে। আমরা বাংলাদেশ সম্পর্কে ভালোভাবে অবগত। কিছুদিন আগে এশিয়া কাপে খেলেছি। এর আগেও কয়েকবার আমর মুখোমুখি হয়েছি। আমরা জেতার ব্যপারে আশাবাদি।

বাংলাদেশও অন্যান্য ১০ টি ভালোমানের দলের মতো বিশ্বকাপে অংশ নিয়েছে। আমাদের যথেষ্ট সামর্থ্য আচে তাদের হারানোর। তবে সেজন্য আমাদেরকে অবশ্যই ভালোমানের ক্রিকেট খেলতে হবে। আমরা বাংলাদেশকে যথেষ্ট সম্মান করছি, তাদের দলেও বেশ কয়েকজন ভালোমানের ক্রিকেটার রয়েছেন। আমরা যদি তাদের দুর্বল জায়গাগুলোতে সময়মত আক্রমণ করতে পারি তবে জয়লাভ সম্ভব। এজন্য আমরা ভালো প্রস্তুতি নিয়েছি যেন নিজেদে সেরা পারফরম্যান্স দিতে পারি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ফতুল্লায় তরুণীর মরদেহ উদ্ধার
৭ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:৩৪:২৩

দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ
৭ ডিসেম্বর ২০২৪ সকাল ১০:২৪:৫১