• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই চৈত্র ১৪৩১ বিকাল ০৩:০৬:৪১ (25-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই চৈত্র ১৪৩১ বিকাল ০৩:০৬:৪১ (25-Mar-2025)
  • - ৩৩° সে:

খেলা

পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

৭ অক্টোবর ২০২৩ সকাল ১১:৩৪:০০

পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: এশিয়ান গেমস ক্রিকেটে ভারতের বিপক্ষে সেমিফাইনালে হেরে স্বর্ণ জেতার সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। টাইগারদের সামনে সুযোগ ছিল পাকিস্তানের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জিতে ব্রোঞ্জ পদক জেতা। সেই মিশনে সফল সাইফ হাসানের নেতৃত্বাধীন দল।

৭ অক্টোবর শনিবার পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য শেষ বলে ৪ রান দরকার ছিল বাংলাদেশের, স্ট্রাইকে ছিলেন রাকিবুল ইসলাম। ঠিকই চার হাঁকিয়ে বাংলাদেশকে পদক জেতান তিনি। ৬ উইকেটে জিতে লাল সবুজের প্রতিনিধিরা।

দিনের শুরুটা প্রায়-ই দখল করে নিচ্ছিল বৃষ্টি। যার কারণে মাত্র ৫ ওভারেই বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৬৫ রানের। ব্রোঞ্জ জিততে বাংলাদেশের শেষ ওভারে প্রয়োজন ছিল ২০ রান। দারুণ ব্যাটিংয়ে সে বাধা অনেকাংশ টপকে যান ইয়াসির আলী রাব্বি। এরপর শেষ বলে বাংলাদেশের ৪ রান প্রয়োজন ছিল। নতুন ব্যাটসম্যান রাকিবুল হাসান মিড উইকেটে চার হাঁকিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন।

৫ ওভারে বাংলাদেশের লক্ষ্য ছিল ৬৫ রান। প্রথম ওভারেই পাক বোলার আরশাদ খান বাংলাদেশের দুই উইকেট তুলে নেন। তৃতীয় উইকেট জুটিতে বাংলাদেশকে ম্যাচে রাখেন আফিফ হোসেন ধ্রুব এবং ইয়াসির আলী। চতুর্থ ওভারের শেষ বলে আফিফ হোসেন আউট হলে বাংলাদেশ খানিকটা চাপে পড়ে যায়।

পরে সমীকরণ দাঁড়ায়, শেষ ওভারে বাংলাদেশের ২০ রান এবং পাকিস্তানের প্রয়োজন ছিল একাধিক ডট বল। তবে তাতে সফল হতে দেননি ইয়াসির আলী, ওভারের শুরুতেই তিনি ছক্কা হাঁকান। তৃতীয় বলে আবারও ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের পক্ষে খেলা আনেন তিনি।

তবে শেষদিকে কিছুটা নাটকীয়তা তৈরি হয়। পঞ্চম বলে ইয়াসির আউট হয়ে গেলে বাংলাদেশ আবার চাপে পড়ে। শেষ বলে রাকিব চার মেরে বাংলাদেশকে আরেকটি ব্রোঞ্জ জেতার উপলক্ষ এনে দেন এশিয়ান গেমসে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










স্বাধীনতা পদক তুলে দিলেন ড. ইউনূস
২৫ মার্চ ২০২৫ দুপুর ১২:১০:০০