• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই বৈশাখ ১৪৩১ রাত ১১:২৯:২৬ (18-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই বৈশাখ ১৪৩১ রাত ১১:২৯:২৬ (18-Apr-2024)
  • - ৩৩° সে:

সিটি কর্পোরেশন

সিলেটে আচরণবিধি লঙ্ঘন: আনোয়ারুজ্জামান-বাবুলকে কারণ দর্শানোর নোটিশ

৩০ মে ২০২৩ সন্ধ্যা ০৭:১৩:৫১

সিলেটে আচরণবিধি লঙ্ঘন: আনোয়ারুজ্জামান-বাবুলকে কারণ দর্শানোর নোটিশ

সিলেট প্রতিনিধি: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য সিলেট সিটি কর্পোরেশনের ২ মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। ৩০ মে মঙ্গলবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুলকে এই নোটিশ দেয়া হয়েছে।

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, কোন প্রার্থী বা তার পক্ষে কোন রাজনৈতিক দল, ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের আগে কোন প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। সিলেটে ২ জুন প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কথা। কিন্তু নির্বাচনী আচরণবিধির তোয়াক্কা না করেই তারা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

আচরণ বিধিমালা ৩২ বিধি অনুযায়ী কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না, তা আগামী তিন কার্য দিবসের মধ্যে কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে অনুরোধ করা হয়েছে।

এর আগে এশিয়ান টিভি অনলাইনে ‘সিলেট সিটি নির্বাচন: প্রতীক বরাদ্দের আগেই পোস্টার’ শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম
১৮ এপ্রিল ২০২৪ রাত ০৮:১৩:২৩