• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ দুপুর ০২:৪৯:২৮ (22-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ দুপুর ০২:৪৯:২৮ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

সিটি কর্পোরেশন

সেই ভবনটি ভেঙ্গে ফেলছে কুমিল্লা সিটি করপোরেশন

২৬ জুন ২০২৪ সকাল ১০:৩৫:২৪

সেই ভবনটি ভেঙ্গে ফেলছে কুমিল্লা সিটি করপোরেশন

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় নির্মাণাধীন ভবনের পিলার ধ্বসে স্কুল ছাত্র নিহত, ভাঙ্গা হচ্ছে সেই অবৈধ ভবনটি। গত ২৭ মে কুমিল্লা নগরীর নূর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পার্শ্ববর্তী নির্মাণাধীন অবৈধ বহুতল ভবনের সাত তলা থেকে পিলার ধ্বসে সাইফুল ইসলাম সাগর নামে এক স্কুল ছাত্র নিহত হয়।  আহত হয় আরো একজন শিক্ষক। এই ঘটনার পর নড়েচড়ে বসে কুমিল্লা সিটি কর্পোরেশন।

কুসিক মেয়র ডা.তাহসিন বাহার সূচনা ঘোষণা দেন ,কুমিল্লা  শহরে কোনো অবৈধ ভবণ নির্মাণ করা যাবে না, এর ধারাবাহিকতায় অবৈধ ভবনটি উচ্ছেদ অভিযান শুরু হয়।

২৪ জুন সোমবার দুপুরে কুমিল্লা সিটি কর্পোরেশন ও কুমিল্লা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানে এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রকৌশলী তোফাজ্জল হোসেন। তিনি জানান, ওই ভবনের ছাদ থেকে পিলারের একটি অংশ পড়ে পাশের স্কুলের এক শিক্ষার্থী নিহত হয়। এই ঘটনাটিকে আমলে নিয়ে পৃথক তদন্ত কমিটি যে রিপোর্ট দেয় তার ভিত্তিতে নিরাপত্তা নীতি না মানায় নকশার অনুমোদন বাতিল করে ভবনটিকে উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। এর আগেও এই ভবনটিকে তিনবার নোটিশ করা হয়েছিল তারা যেন নিরাপত্তা নীতি মেনে ভবন নির্মাণ কাজ পরিচালনা করে। তারা সেটি কখনোই মানেনি।

উচ্ছেদ অভিযান পরিচালনার সময় নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ রেফাইদ আবিদ জানান, ভবনটির ছয়তলা নির্মাণের অনুমোদন ছিলো, তারা অনুমোদনবিহীনভাবে সাততলা ভবন নির্মাণ করছিল। এছাড়া তাদের কোনো নিরাপত্তা বেষ্টনী ছিল না। অন্যদিকে ভবনের পাশে যেটুকু জায়গা ছেড়ে  ভবন নির্মাণের কথা ছিল তারা সেটি করেননি। যে কারণে তাদের বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ভবনটি উচ্ছেদের জন্য ব্যবস্থা নিয়েছে সিটি কর্পোরেশন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
২২ অক্টোবর ২০২৪ দুপুর ০২:১৩:০৫

নাঙ্গলকোটে সবজির চড়া মূল্যে দিশাহারা মানুষ
২২ অক্টোবর ২০২৪ দুপুর ০১:৫১:৪৩

ব্যারিস্টার সুমন ৫ দিনের রিমান্ডে
২২ অক্টোবর ২০২৪ দুপুর ০১:৪১:৪৪

গুলশানে উদ্যোক্তাদের এক অনন্য মিলনমেলা
২২ অক্টোবর ২০২৪ দুপুর ০১:৩৮:১৮