• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে আশ্বিন ১৪৩১ সকাল ০৬:১৪:২০ (15-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে আশ্বিন ১৪৩১ সকাল ০৬:১৪:২০ (15-Oct-2024)
  • - ৩৩° সে:

ব্যাংক ও বীমা

ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা তুলে দেয়া হয়েছে

৮ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:৩৪:৩৫

ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা তুলে দেয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ ৮ সেপ্টেম্বর রোববার থেকে অ্যাকাউন্ট থেকে যেকোনো পরিমাণ নগদ টাকা উত্তোলন করা যাবে। তাছাড়া, আগের মতো যেকোনো পরিমাণ টাকা আরেক হিসাবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেনের করতে পারবেন গ্রাহক।

৭ সেপ্টেম্বর শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে সকল সরকারি ও বেসরকারি ব্যাংকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গত সপ্তাহে নগদ তোলার সুযোগ ছিল সর্বোচ্চ ৫ লাখ টাকা। এর আগের সপ্তাহগুলোতেও এক লাখ টাকা করে সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রসঙ্গত, গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করে বাংলাদেশ ব্যাংক। এরপর থেকে প্রতি সপ্তাহে নগদ টাকা উত্তোলনের সীমা ১ লাখ টাকা করে বাড়ানো হয়। আজ রোববার থেকে নগদ টাকা উত্তোলনের কোনো সীমা থাকছে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন
১৪ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৮:২৩