• ঢাকা
  • |
  • সোমবার ১লা পৌষ ১৪৩২ রাত ০৮:৫০:১৭ (15-Dec-2025)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে অটোরিকশা উল্টে ৬ জন আহত

৯ এপ্রিল ২০২৫ সকাল ০৮:০৪:১৪

সংবাদ ছবি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাস চাপায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে নারী ও শিশুসহ ছয়জন আহত হয়েছেন।

Ad

আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Ad
Ad

৮ এপ্রিল মঙ্গলবার রাত নয়টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য। ডাক্তার দেখাতে এসে দুর্ঘটনার শিকার হন তারা। আহত অপরজন অটোরিকশার চালক। তিনিও ওই পরিবারের আত্মীয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় চট্টগ্রামগামী ইম্পেরিয়াল পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে পেছন থেকে যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ৬ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত যাত্রীরা হলেন- তাসলিমা (৩০), শাহীনুর (৩৮), জামাল (৪০), সাকিবুল (১২), রিফাত (১৪) ও তানভীর (৩)।

দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করে শিমরাইল হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম বলেন, রাত নয়টার দিকে দ্রুতগামী বাস চাপায় অটোরিকশার ৬ যাত্রী আহত হয়েছে। এ ঘটনায় বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। আহতরা সবাই একই পরিবারের। তারা সাইনবোর্ডে প্রো-অ্যাকটিভ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিল। দুর্ঘটনার পর আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ২০০
১৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২৯:১৬




সংবাদ ছবি
নির্বাচন নির্ধারিত সময়েই হবে: তারেক রহমান
১৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:০৫:২৫


সংবাদ ছবি
বকশীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময়
১৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫২:০০



Follow Us