• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা পৌষ ১৪৩২ দুপুর ১২:৪২:৫৮ (16-Dec-2025)
  • - ৩৩° সে:

মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের দাবিতে হল থেকে বেরিয়ে এলেন নারী শিক্ষার্থীরা

১ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৯:২৪:১৪

সংবাদ ছবি

তিতুমীর কলেজ প্রতিনিধি: তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার লক্ষ্যে ৩১ জানুয়ারি শুক্রবার রাত ১১টায় সুফিয়া কামাল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা আবাসিক হলের নারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হন।

Ad

দুই আবাসিক হলের শতাধিক নারী শিক্ষার্থী হল থেকে বেরিয়ে এসে তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে তারা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় বানানোর দাবিতে স্লোগান দিতে থাকেন।

Ad
Ad

এর আগে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা গুলশান-১ এলাকায় সড়ক অবরোধ করেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মহাখালী থেকে বিক্ষোভ মিছিল বের করে গুলশান-১ মোড়ে অবস্থান নেন তারা।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার লক্ষ্যে দীর্ঘদিন যাবত আন্দোলন চলছে। ২৯ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৬টা থেকে আমরণ অনশন শুরু করেন ৫ শিক্ষার্থী। পরবর্তীতে সেটা গণঅনশনে রূপ নেয়।

৩০ জানুয়ারি বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নুরুজ্জামান অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে আসেন। তিনি তাদের অনশন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান। তবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ঘোষণা না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শুক্রবার আন্দোলনের অংশ হিসেবে তিতুমীর কলেজের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা জুমার নামাজ আদায় করেন। এছাড়া সকাল ও বিকেলে আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা। অনশনরত শিক্ষার্থীদের মধ্যে ৯ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
আড়াইহাজারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
১৬ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৯







সংবাদ ছবি
গালফ প্রো কার চ্যাম্পিয়ন হলেন অভিক আনোয়ার
১৬ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:১১:০৭




Follow Us