• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:২৬:৫৪ (03-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:২৬:৫৪ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, মোয়াজ্জিনের বিরুদ্ধে থানায় অভিযোগ

২৪ মে ২০২৪ সকাল ০৭:৪৯:৪৮

সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, মোয়াজ্জিনের বিরুদ্ধে থানায় অভিযোগ

পুবাইল পশ্চিম (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকার  হায়দারাবাদ স্বরুপদিরটেক জামে মসজিদের মোয়াজ্জিন আমির হামজার বিরুদ্ধে মক্তবে পড়তে আসা ৭ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

শিশুর স্বজন ও স্থানীয়রা জানান, ১৯ মে রোববার দুপুরে ওই শিশু মক্তবে প্রাইভেট পড়তে গেলে মসজিদের মোয়াজ্জিন তার কক্ষে ডেকে নেয় ওই শিশুকে। পরে জোরপূর্বক যৌন হেনস্তাকালীন শিশুর চিৎকার চেঁচামেচিতে স্থানীয়দের সহায়তায় মোয়াজ্জিনকে আটক করে শিশুর পরিবার। এ সময় খবর পেয়ে মসজিদ কমিটি ওই শিশুর পরিবারকে বিচারের আশ্বাসে অভিযুক্ত মোয়াজ্জিনকে ছেড়ে দেয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, ঘটনার কয়েকদিন অতিবাহিত হয়ে গেলেও শিশুর পরিবার স্থানীয়দের কাছে বিচার না পেয়ে ২২ মে বুধবার থানায় থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় তদন্তপূর্বক সুষ্ঠু বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।

অভিযুক্ত মোয়াজ্জিন আমির হামজার মুঠোফোনে কল করে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি কল কেটে দেন। অভিযুক্ত মসজিদ কমিটির সম্পাদক নুরুল ইসলামের মুঠোফোনে কল করলে তিনি কল ধরেননি।

অপরদিকে মসজিদ কমিটির সভাপতি মহসিন মুঠোফোনে জানান, মোয়াজ্জিন আমির হামজাকে মারধরের হাত থেকে রক্ষা করতে চলে যেতে সহায়তা করেন কমিটির সেক্রেটারি।

ঘটনায় ২৩ মে বৃহস্পতিবার দুপুরে মামালা গ্রহণ করে পূবাইল থানা পুলিশ, মামলার তদন্ত কর্মকর্তা এস আই নাসির উদ্দীন জানান, অভিযুক্তকে ধরার চেষ্টা চলছে। এর সাথে কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শার্শায় প্রতিবন্ধী সম্মেলন অনুষ্ঠিত
৩ ডিসেম্বর ২০২৪ রাত ০৯:১১:৫৯

কক্সবাজারে অস্ত্রসহ আটক ২
৩ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫০:৫৯







শ্রীপুরে দুই ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
৩ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৫৬:২৩