• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ সকাল ০৬:০২:৫৮ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ সকাল ০৬:০২:৫৮ (01-May-2025)
  • - ৩৩° সে:

বিনোদন

নারী পাচারের গল্প নিয়ে ঈদে আসছে ‘মেঘনা কন্যা’

২১ মার্চ ২০২৪ দুপুর ০১:০৫:৩২

নারী পাচারের গল্প নিয়ে ঈদে আসছে ‘মেঘনা কন্যা’

বিনোদন ডেস্ক: আনন্দের বারতা নিয়ে প্রতিবছর ঈদ হাজির হয় মানুষের ধারে। এই উৎসবকে আরও বেশি আনন্দঘন করতে প্রতিবছর ঈদে সিনেমা মুক্তি দেয়া হয়। আসন্ন ঈদুল ফিতরেও মুক্তির অপেক্ষায় রয়েছে ডজনখানেক সিনেমা।

আর নারী পাচারের ব্যতিক্রমী গল্প নিয়ে মুক্তির মিছিলে এবার যুক্ত হলো ‘মেঘনা কন্যা’। চমৎকার এ সিনেমাটি নির্মাণ করেন ফুয়াদ। ৮ মার্চ বিশ্ব নারী দিবসে অনলাইনে অবমুক্ত হয়েছে সিনেমাটির টিজার। এক মিনিট সাত সেকেন্ডের টিজারে ঘুরে ফিরে উঠে এসেছে দু’জন আলাদা শ্রেণি ও জায়গার নারীর গল্প। নিষিদ্ধপল্লীর অন্ধকার জগতের মানুষদের পাশাপাশি ‘মেঘনা কন্যা’র টিজারে আছে শহুরে নারীর অসহায়ত্বের গল্পের ইঙ্গিত।

ছবিটির নির্মাতা ফুয়াদ চৌধুরীর মতামত প্রকাশ করে বলেন, সিনেমাটি নারী পাচারের মতো একটি কঠিন বিষয়ের সঙ্গে গ্রামীণ পটভূমি তুলে ধরা হয়েছে। এর গল্পে রয়েছে দর্শকের জন্য পর্যাপ্ত বিনোদন। ঈদের উৎসবমুখর আবহে ‘মেঘনা কন্যা’ দর্শকপ্রিয়তা পাওয়ার মতো সব উপাদান নিয়েই আসছে বড় পর্দায়।

বিশেষ এই সিনেমাটির সঙ্গীতায়োজনে রয়েছেন চিরকুটখ্যাত বিখ্যাত শিল্পী সুমী। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফাহমিদুর রহমান এবং আহমেদ খান হীরক। চলচ্চিত্রটি আনোয়ার আজাদ ফিল্ম’স ও এসজে মোশনস পিকচার্স যৌথভাবে প্রযোজনা করেন। সহযোগিতায় আছে সুইজারল্যান্ড এবং টেলিভিশন পার্টনার দীপ্ত টিভি।

প্রসঙ্গত, সিনেমাটির বিভিন্ন পর্বে ও চরিত্রে অভিনয় করেছেন- কাজী নওশাবা আহমেদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তী সৌমি, সাজ্জাদ হোসেইনসহ অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১