• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:২৯:৫৬ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:২৯:৫৬ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

জাবির সাবেক শিক্ষার্থীদের ছাত্রদলের কমিটিতে যুক্ত করায় ১০ শিক্ষকের উদ্বেগ

১৮ জানুয়ারী ২০২৫ দুপুর ০১:৪৬:১৬

জাবির সাবেক শিক্ষার্থীদের ছাত্রদলের কমিটিতে যুক্ত করায় ১০ শিক্ষকের উদ্বেগ

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে অধিকাংশ সাবেক শিক্ষার্থী থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষক। ১৭ জানুয়ারি শুক্রবার এক প্রেস রিলিজে এই উদ্বেগ প্রকাশ করেন তারা।

প্রেস রিলিজে বলা হয়, জাবি ছাত্রদলের নবগঠিত কমিটিতে অধিকাংশ পদে সাবেক শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমান শিক্ষার্থী নয় এমন ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্তির বিষয়টি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক স্পিরিটের সাথে স্ববিরোধী।

আরও বলা হয়, এছাড়াও পদপ্রাপ্তদের যারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী নয়, তাদের কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিতের ক্ষেত্রে নানা প্রশাসনিক জটিলতা তৈরি হবে এবং এ ধরনের অন্তর্ভুক্তি শিক্ষার্থী নেতৃত্বের ক্ষেত্রে নানা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।

বিবৃতি প্রদানকারী শিক্ষকদের মধ্যে ছিলেন- মীর্জা তসলিমা সুলতানা, স্বাধীন সেন, এ এস এম আনোয়ারুল্লাহ ভুঁইয়া, রায়হান রাইন, আইনুন নাহার, শরমিন্দ নীলোর্মি, সৈয়দ নিজার আলম, রেজওয়ানা করিম স্নিগ্ধা, ধীমান সরকার, মাহমুদা আকন্দ প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাইকোর্টে চিন্ময় দাসের জামিন
৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৫৫:২৫