মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার রায়-দক্ষিণ এলাকায় ইভটিজিংয়ের বিরুদ্ধে অভিযোগ করায় এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম আলী আজগর (৬০)।
২৯ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় নিজ দোকানে তিনি হামলার শিকার হন। স্থানীয় সূত্রে জানা গেছে, জয়মন্টপ ইউনিয়নের রায়-দক্ষিণ এলাকার বাসিন্দা আলী আজগরের ৯ বছরের নাতনি দীর্ঘদিন ধরে একই গ্রামের আল আমিন (৩৮) নামের এক যুবকের দ্বারা উত্ত্যক্তের শিকার হচ্ছিল। ২৮ এপ্রিল সোমবার স্কুল থেকে ফেরার পথে আবারও উত্ত্যক্তের শিকার হলে শিশুটি ঘটনাটি তার পরিবারকে জানায়। এরপর আলী আজগর সিংগাইর থানায় গিয়ে অভিযোগ করেন।
পরদিন সন্ধ্যায় দোকানে এসে আলী আজগরের ওপর অতর্কিত হামলা চালায় অভিযুক্ত আল আমিন ও তার সহযোগীরা। ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়। এসময় বাবাকে রক্ষা করতে এগিয়ে আসায় আহত হন আলী আজগরের দুই ছেলে লিয়াকত ও সায়েম।
আশঙ্কাজনক অবস্থায় স্বজনেরা প্রথমে আহত আলী আজগরকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে অভিযুক্ত আল আমিন তখন বাড়িতে না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে ধরতে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।”
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available