মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর উপজেলা, হরিরামপুর উপজেলা এবং মানিকগঞ্জ সদর উপজেলার) আসনে নৌকার প্রার্থী মমতাজ বেগমের পরাজয়ের পর সমর্থকদের উপর স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলুর কর্মীদের হামলায় কয়েকজন আহত হয়েছে। আহতদের এলাকায় গিয়ে খোঁজ খবর নেন সাবেক সংসদ সদস্য ও সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম।
১২ জানুয়ানি শুক্রবার সকাল ১১টার দিকে সিংগাইরে মমতাজের নিজ বাড়ি থেকে বের হয়ে জার্মিতা, চান্দইর, মানিকনগর, লেমুবাড়ি, ভাড়ারিয়াসহ হরিরামপুরের বিভিন্ন এলাকায় যান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান, সিংগাইর পৌরসভার মেয়র আবু নাঈম বাশারসহ উপজেলা আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দের খোঁজ খবর নিতে গিয়ে মমতাজ বেগম বলেন, স্বতন্ত্র প্রার্থী কালো টাকা খরচ করে ভোট কিনে অল্প ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে তার নেতাকর্মীদের উপর হামলা করে কমপক্ষে ৩০, ৪০ জনকে আহত করে।
টুলুর সমর্থকরা জামায়াত বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে নৌকার নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। এ সময় তাদেরকে কঠোরভাবে মোকাবিলা করারও হুশিয়ারী দেন মমতাজ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available