• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩০ ভোর ০৪:২০:১০ (11-Jun-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩০ ভোর ০৪:২০:১০ (11-Jun-2023)
  • - ৩৩° সে:

তথ্য ও প্রযুক্তি

ট্রেনের টিকিট বিক্রি : সার্ভারে এক ঘণ্টায় ৫৫ লাখ ক্লিক

১০ই এপ্রিল ২০২৩ দুপুর ১২:৩৮:৫৪

ট্রেনের টিকিট বিক্রি : সার্ভারে এক ঘণ্টায় ৫৫ লাখ ক্লিক

নিউজ ডেস্ক: রীতিমতো লড়াই চলছে ট্রেনের আগাম টিকিট নামক ‘সোনার হরিণের’ জন্য। ১০ এপ্রিল সোমবার বিক্রি হচ্ছে ২০ এপ্রিলের আগাম টিকিট। ওই দিনের টিকিটের চাহিদা বেশি হওয়ায় ১০ এপ্রিল সোমবার সকালেই রেকর্ড সংখ্যক ক্লিক পড়েছে সার্ভারে।

টিকিট বিক্রি শুরুর প্রথম ঘণ্টায় ‘রেলসেবা’ অ্যাপসের সার্ভারে ৫৫ লাখ টিকিট প্রত্যাশী ঢুকেন। অথচ ২০ এপ্রিলের টিকিট বিক্রি হবে মাত্র ২৭ হাজার। অনলাইনে শতভাগ টিকিট বিক্রির কারণে কমলাপুর কাউন্টারে তেমন ভিড় নেই। তাই টিকিট কেনার জন্য সবাই অনলাইনে চেষ্টা করছেন। নিয়ম অনুযায়ী সকাল ৮টায় শুরু হয় টিকিট বিক্রি। উত্তরাঞ্চল, ময়মনসিংহসহ যেসব এলাকার ট্রেনের চাহিদা বেশি সেসব ট্রেনের টিকিট এক মিনিটে শেষ হয়ে যায়।

কমলাপুর রেলস্টেশন সূত্র জানিয়েছে, সকাল ৮টায় রেলসেবার সার্ভার অন করার সঙ্গে সঙ্গে প্রায় ১১ লাখ ক্লিক পড়েছে সার্ভারে। এরমধ্যে প্রথম পাঁচ মিনিটের মধ্যে সেটা প্রায় ১৫ লাখ হয়ে যায়। আর এক ঘণ্টার মধ্যে ক্লিক সংখ্যা ৫৫ লাখ ছাড়িয়ে যায়।

জানা গেছে, ৭ এপ্রিল ১৮,৫০০, ৮ এপ্রিল ২৫,২০০ এবং ৯ এপ্রিল ২৪,৫০০ টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। ১০ এপ্রিল সোমবার ২৭ হাজারের কিছু বেশি টিকিট বিক্রি হবে। গত শুক্রবার থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়। গতকাল অগ্রিম টিকিটের বিপরীতে ১ কোটি ৮৪ লাখ মানুষ ‘রেল অ্যাপস’ এ হিট করছে। আগামীকাল ২১ এপ্রিলের টিকেট বিক্রির মাধ্যমে শেষ হবে এবারের অগ্রিম যাত্রার টিকিট বিক্রি। তাই আগামীকাল আরও কয়েকগুণ বেশি চাপ থাকবে।

২২ এপ্রিল ঈদ হবে এমনটা ধরে ১০ এপ্রিল সোমবার ২০ এপ্রিলের টিকিট বিক্রি হচ্ছে। স্বাভাবিকভাবেই গত তিন দিনের চেয়ে আজ কঠিন হবে টিকিট কাটা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







টঙ্গীতে যুবকের মরদেহ উদ্ধার
১০ই জুন ২০২৩ সন্ধ্যা ০৭:১৩:২১







রংপুরে যুবলীগের ছাতা ও পানি বিতরণ
১০ই জুন ২০২৩ বিকাল ০৫:৪৫:৪৯









ASIAN TV