• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৭:১২:৩৪ (03-Dec-2025)
  • - ৩৩° সে:

সীমান্তের ওপারে চক্রান্ত চলছে, সবাইকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল

২৯ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৪:৪৬

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: সীমান্তের ওপারে ফ্যাসিস্টরা প্রতিনিয়ত চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেইসঙ্গে সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে কেউ যাতে জুলাই বিপ্লবের অর্জন কেড়ে নিতে না পারে, সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

Ad

২৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের কনভেনশনে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

ফখরুল বলেন, সীমান্তের ওপার থেকে ফ্যাসিস্ট হাসিনা ধারাবাহিকভাবে ষড়যন্ত্র করছে। তাই যেকোনো ধরণের হঠকারিতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, পতিত ফ্যাসিস্টরা নতুন নতুন ষড়যন্ত্র করে বাংলাদেশকে বিশ্বের দরবারে মৌলবাদী দেশ প্রমাণ করতে উঠেপড়ে লেগেছে। আর তাতে সহায়তা করছে প্রতিবেশী দেশের মিডিয়া।

শিক্ষার্থীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ যখনই রুখে দাঁড়িয়েছে, তখনই এদেশে বিজয় এসেছে। বাংলাদেশের ছাত্ররাই বারবার দেশে পরিবর্তন এনে দিয়েছে। তারা এক দানবের সঙ্গে খালি হাতে লড়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
১১৭২ জাল সনদধারী শিক্ষক শনাক্ত
৩ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৬:৪১











Follow Us