কক্সবাজার প্রতিনিধি: এবার বিশ্ব পর্যটন দিবসে কক্সবাজারে বড় কোনো আয়োজন নেই। অন্যান্য বছরের মতো পর্যটন মেলা বা বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে না। এ বছর কেবল একটি র্যালি ও আলোচনা সভার মাধ্যমে পর্যটন দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ ২৭ সেপ্টেম্বর শনিবার সকালে বরাবরের মতো, জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশের নেতৃত্বে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে র্যালি করে লাবনী পয়েন্টে গিয়ে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
পর্যটক, স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা বলছেন, কক্সবাজারে বহুমাত্রিক বিনোদনের সুযোগ নেই। নেই আন্তর্জাতিক মানের থিম পার্ক, অ্যামিউজমেন্ট জোন কিংবা রাতের বেলায় পর্যটকদের আকর্ষণ করার মতো কোনো বৈচিত্র্যময় আয়োজন। ফলে সমুদ্রের অপরূপ সৌন্দর্য ঘিরেই কক্সবাজার সীমাবদ্ধ রয়ে গেছে।
সিলেট থেকে আসা পর্যটক আমিনুল ইসলাম বলেন, সাগর উত্তাল থাকলেও মজা পাচ্ছি। কিন্তু সাগরের বাইরে আর কিছু নেই। রাত নামলেই হোটেল রুমে বন্দি থাকতে হয়। এখানে রাত্রিকালীন বিনোদনের ব্যবস্থা থাকা দরকার।
ঢাকার মিরপুর থেকে আসা সৈয়দ রেজা বলেন, প্রতিবার এসে একই দৃশ্য দেখি; সাগর, পাহাড়, কাঁকড়ার বিচরণ আর নৌকার সৌন্দর্য। নতুন কিছু না থাকায় বারবার একই অভিজ্ঞতাই হয়।
কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও কক্সবাজার কেবল সৈকত ও সাগরনির্ভর। বহুমুখী সুযোগ-সুবিধা গড়ে তুলতে পারলেই এটি আন্তর্জাতিক মানের বিনোদন নগরীতে রূপ নেবে।
কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শহীদুল আলম বলেন, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র করতে নানা উদ্যোগ ও পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা তৎপর।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available