• ঢাকা
  • |
  • সোমবার ২৬শে কার্তিক ১৪৩২ দুপুর ১২:৩২:২৭ (10-Nov-2025)
  • - ৩৩° সে:

গার্দিওলার হাজারতম ম্যাচে সিটির দুর্দান্ত জয়

১০ নভেম্বর ২০২৫ সকাল ১০:০৭:১২

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টার সিটি যেন কোচ পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারের হাজারতম ম্যাচটি স্মরণীয় করে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল।

Ad

৯ নভেম্বর রোববার রাতে ইতিহাদ স্টেডিয়ামে দুরন্ত এক জয়েই গার্দিওলার ঐতিহাসিক মাইলফলক উদযাপন করল ম্যানসিটি। বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলকে ৩-০ গোলে উড়িয়ে দিল সিটিজেনরা।

Ad
Ad

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে হারানোর উচ্ছ্বাস কাটতে না কাটতেই লিগে হোঁচট খেল আর্নে স্লটের লিভারপুল। ম্যাচে সিটির হয়ে গোল করেন আর্লিং হলান্ড, নিকো গনজালেস ও জেরেমি ডোকু। ২০২৩ সালের এপ্রিলের পর প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে এটিই সিটির প্রথম জয়।

ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল সিটি। লিভারপুল গোলরক্ষক জিওর্জি মামারদাশভিলি বক্সে জেরেমি ডোকুকে ফাউল করলে ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি। তবে আর্লিং হলান্ডের দুর্বল শট ঠেকিয়ে দেন মামারদাশভিলি।

তবে পেনাল্টি মিসের আক্ষেপ কাটাতে দেরি হয়নি নরওয়েজিয়ান তারকার। ২৯তম মিনিটে মাথিয়াস নুনেসের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন হলান্ড। এটি তার ১১ ম্যাচে ১৪তম গোল।

প্রথমার্ধের যোগ করা সময়ে নিকো গনজালেসের নেওয়া শট ভার্জিল ফন ডাইকের পায়ে লেগে জালে জড়ালে ব্যবধান হয় ২-০। দ্বিতীয়ার্ধে ৬৩তম মিনিটে জেরেমি ডোকুর চমৎকার এক ফিনিশে বড় জয় নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি।

এই হারের ফলে ১১ ম্যাচে ৫ পরাজয়ে ১৮ পয়েন্ট নিয়ে লিভারপুল নেমে গেছে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে। সমান ম্যাচে সপ্তম জয় তুলে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে মাত্র চার পয়েন্ট পিছিয়ে তারা।

আন্তর্জাতিক বিরতি শেষে ২২ নভেম্বর নিউক্যাসলের বিপক্ষে মাঠে নামবে সিটি। একই দিনে নটিংহাম ফরেস্টের বিপক্ষে খেলবে লিভারপুল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান
১০ নভেম্বর ২০২৫ দুপুর ১২:২২:৩৪

সংবাদ ছবি
আপিল বিভাগে লতিফ সিদ্দিকীর জামিন বহাল
১০ নভেম্বর ২০২৫ দুপুর ১২:১৬:৫০


সংবাদ ছবি
ঢাকায় দুই স্থানে ককটেল বিস্ফোরণ
১০ নভেম্বর ২০২৫ দুপুর ১২:০৫:৪৫







Follow Us