• ঢাকা
  • |
  • বুধবার ১০ই পৌষ ১৪৩২ রাত ০৮:২৬:৫১ (24-Dec-2025)
  • - ৩৩° সে:

ফেনী-২ আসন

এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর মনোনয়নপত্র সংগ্রহ

২৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৬:০১

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান ও ফেনী-২ আসনে দলীয় প্রার্থী মজিবুর রহমান মঞ্জু।

Ad

২৪ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

Ad
Ad

এ সময় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, কুমিল্লা মহানগর আহ্বায়ক মিয়া তৌফিক, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, এবি পার্টির জেলা আহ্বায়ক আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকী, সদস্য সচিব ফজলুল হক, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক শাহীন সুলতানীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, নির্বাচনে ভোটার অন্ধ হন না, তিনি অবশ্যই নাগরিক অধিকারের কথা নিশ্চিত হয়েই ভোট দেবেন। একটি নতুন রাজনৈতিক পদযাত্রা, বন্দোবস্তের জন্যই আমার নির্বাচনে অংশগ্রহণ করা। সেই নতুন ধারা সুগম করার জন্য ফেনীর ভোটারদের প্রতি আহ্বান থাকবে। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবে সন্তোষজনক নয়। এমন অবস্থা চলমান থাকলে নির্বাচন অংশগ্রহণমূলক বা উৎসবমুখর না হয়ে বরং বেদনাদায়ক হয়ে যাবে। শরিফ ওসমান হাদির মতো আর যেন একজন প্রার্থীও এমন কিছুর শিকার না হন সেজন্য সরকারকে সচেষ্ট হতে হবে। সার্বিক পরিস্থিতি নিয়ে মনে হচ্ছে নির্বাচন কমিশনের তিন স্তরের নিরাপত্তা শুধু ফাঁকা বুলি।

প্রসঙ্গত, পতিত আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের রাজনীতিতে কারাভোগ করেন মজিবুর রহমান মঞ্জু। গেল বছরের ৫ আগস্ট পরবর্তী নিজ জেলা ফেনীতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নেন তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
গাজীপুর-৩ আসনে ডা. বাচ্চুর মনোনয়ন ফরম সংগ্রহ
২৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:০৪


সংবাদ ছবি
রামপালে আইনশৃঙ্খলা কমিটির সভা
২৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪২:১৮


Follow Us