• ঢাকা
  • |
  • রবিবার ১২ই মাঘ ১৪৩২ সকাল ১০:৪২:৫৩ (25-Jan-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

২৫ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:০৬:০৪

চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

চট্টগ্রাম প্রতিনিধি: ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘ প্রায় দুই দশক পর দলের চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম সফর ও মহাসমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

Ad

আজ ২৫ জানুয়ারি রোববার ভোর থেকেই নেতাকর্মীরা দলে দলে সমাবেশস্থলে আসতে থাকেন। কেউ কেউ আবার রাত থেকেই মাঠে অবস্থান নেন। মহাসমাবেশ ঘিরে পলোগ্রাউন্ড মাঠ ও আশপাশের এলাকা ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে উঠেছে।

Ad
Ad

সকাল সাড়ে ৭টার দিকে সরেজমিনে দেখা যায়, মাঠের সামনের অংশে ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই উপস্থিতি আরও বাড়ছে।

আগেভাগে আসা নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর দলের প্রধানকে কাছে থেকে দেখার আগ্রহ থেকেই তারা ভোরে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

দীর্ঘ দুই দশক পর দলের প্রধান হিসেবে ২৪ জানুয়ারি শনিবার সন্ধ্যায় চট্টগ্রামে পৌঁছান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৪৭ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি সরাসরি নগরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে যান এবং সেখানে রাত্রিযাপন করেন।

দলীয় সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ৯টায় তিনি তরুণদের সঙ্গে একটি পলিসি ডায়ালগে অংশ নেবেন। এরপর বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত মহাসমাবেশে যোগ দেবেন। চট্টগ্রাম সফর শেষে তার ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। মঞ্চসহ পুরো এলাকা তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ভাগ করা হয়েছে—রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন।

মঞ্চকে রেড জোন ঘোষণা করা হয়েছে, যেখানে শুধুমাত্র বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির সদস্য এবং বৃহত্তর চট্টগ্রামের ২৩টি আসনের সংসদ সদস্য প্রার্থীরা অবস্থান করতে পারবেন। মঞ্চের সামনের অংশ ইয়েলো জোন হিসেবে নির্ধারণ করা হয়েছে, যেখানে সাংবাদিক ও নারীদের জন্য আলাদা ব্লক থাকবে। পুরো মাঠকে গ্রিন জোন হিসেবে রাখা হয়েছে সাধারণ নেতাকর্মীদের জন্য।

উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রাম সফর করেছিলেন। সে সময় তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে নগরীর লালদিঘী ময়দানে এক জনসভায় বক্তব্য দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প
ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প
২৫ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৫৩:৪৮





Follow Us