নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই এই এলাকায় হবে না। যারা ভালো মানুষ তাদের সেবায় নিয়োজিত থাকবো। ৩৮ বছর যাবৎ রাজনীতির সাথে যুক্ত থেকে জনসেবায় নিয়োজিত ছিলাম এখনো আছি। করোনা কালে যখন কারো বাবা মারা গেলে সন্তান মরদেহ দেখতে যেতো না তখন উত্তরের সদস্য সচিব মোস্তফা জামানের নেতৃত্বে আমরা প্রতিটি ঘরে ঘরে গিয়ে খোঁজ খবর নিয়েছি এবং সাধ্য অনুযায়ী সহায়তা করেছি। আমরা জনদুর্ভোগ সৃষ্টি করে শোডাউন বা মিছিল করবো না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, মানবিক দেশ গড়বেন। মানবিক দেশ গড়তে হলে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না।

তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে এবং আপনার ভোটে আমরা সরকার গঠন করতে পারি তাহলে দলের চেয়ারম্যান তারেক রহমানের প্ল্যান অনুযায়ী ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড এবং হেল্থ কার্ড দেয়া হবে। ১৮ মাসে সারাদেশ থেকে দেড় কোটি মানুষকে চাকুরির দেয়া হবে।


বৃহস্পতিবার ২১ জানুয়ারি সকালে রাজধানীর উত্তরখান এলাকায় শাহ কবির (র.) মাজার প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা ও গণসংযোগ শুরুর আগে প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন এসব কথা বলেন।
উত্তখান থানা বিএনপি সভাপতি সুলতান মাহমুদ বকুলের সভাপতিত্বে আনুষ্ঠানিক প্রচারণা ও গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, সেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি জামির হোসেন, সেচ্ছাসেবক দল মহানগর উত্তরের সহ সভাপতি মোস্তফা কামাল হৃদয়, দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল উদ্দিন তালুকদার, উত্তরা পূর্ব থানা বিএনপির সভাপতি মো. শাহ আলম, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেসবাহ উদ্দিন খোকন, আওলাদ হোসেন, মো. আলাউদ্দিন, আলমগীর হোসেন শিশির, মোস্তফা সরকার, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক মো. আমান উদ্দিন, আলমাছ আলী, চান মিয়া বেপারী প্রমুখ।
এসময় খিলক্ষেত, বিমানবন্দর, ভাটারা থানাসহ বিএনপি ও অংগ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উত্তরখান থানা এলাকা, ডিএনসিসির ৪৫নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ করার সময় নারী পুরুষ, তরুণ তরুণীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available