নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাজনীতিতে নতুন হাওয়া তুলতে মাঠে নেমেছে বাংলাদেশ বেস্ট পলিটিক্যাল পার্টি (বিবিপিপি)।
রাজধানীর রায়েরবাগ কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে ১৪ দফা গণদাবি এবং ২৯ দফা ইস্তেহারের আংশিক ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়- বিবিপিপি গরিব, শ্রমজীবী, কর্মজীবী ও মধ্যবিত্ত মানুষের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। তাদের অঙ্গীকার, দেশের কোনো মানুষ আর যেন ঋণের বোঝায় আত্মহত্যা না করে, কেউ যেন গৃহহীন না থাকে, শিক্ষা ও স্বাস্থ্য যেন হয় সবার নাগালের মধ্যে।
সুদমুক্ত ঋণ ও কৃষকের স্বস্তি
দলটির প্রধান দাবির মধ্যে রয়েছে ২ কোটি প্রান্তিক কৃষক ও ২ কোটি ক্ষুদ্র ব্যবসায়ীকে ২০–৪০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়া। পরবর্তীতে আরও ৮ কোটি দরিদ্র পরিবারকে এ সুযোগের আওতায় আনার পরিকল্পনা তুলে ধরা হয়।
শ্রমজীবীদের জন্য ফ্ল্যাট, অর্ধেক ভাড়া ও পেনশন
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকায় মাসিক মাত্র এক হাজার টাকায় ব্যাচেলর ফ্ল্যাট এবং আড়াই হাজার টাকায় পারিবারিক ফ্ল্যাট নির্মাণ করা হবে। ঢাকার বাইরে এ ভাড়া হবে যথাক্রমে ৫০০ ও ১৫০০ টাকা। একই সঙ্গে শ্রমজীবী ও কর্মজীবীদের জন্য মেট্রোরেল, ট্রেন ও বাসভাড়া ৫০% মওকুফ করার ঘোষণা আসে। শ্রমিকদের বার্ধক্যে পেনশন দেওয়ার আশ্বাসও দিয়েছে বিবিপিপি।
শিক্ষা ও স্বাস্থ্য খাতে ‘শূন্য খরচের প্রতিশ্রুতি’
বিবিপিপির ইস্তেহারে বলা হয়, প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত (সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা) ‘শূন্য খরচে শিক্ষা’ নিশ্চিত করা হবে। একইসঙ্গে ১০ হাজার নতুন ডাক্তার ও ৩০ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়ে দরিদ্র মানুষের আস্থার স্বাস্থ্যসেবা চালু করা হবে।
দুর্নীতি দমন ও ন্যায়বিচার
দলটির দাবি, অফিস-আদালত, হাসপাতাল ও থানা থেকে ঘুষ ও দালালি বন্ধ করতে হবে। ৩ হাজার নতুন বিচারক নিয়োগ দিয়ে মামলা জট নিরসনের পরিকল্পনার কথাও জানায় বিবিপিপি।
নারী, রেমিটেন্স যোদ্ধা ও সংখ্যালঘুদের প্রতি গুরুত্ব
বিবিপিপি জানিয়েছে, নারী উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে। নারীর ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। রেমিটেন্স যোদ্ধাদের জন্য সুদমুক্ত ঋণ ও প্রতারণামুক্ত বিদেশগমন ব্যবস্থা চালু করা হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের জীবন, সম্মান ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় কঠোর অবস্থানের কথাও জানায় দলটি।
‘চার শূন্য বাস্তবায়ন’
বিবিপিপির প্রধান লক্ষ্য হলো ‘চার শূন্য’ বাস্তবায়ন—
শূন্য ভূমিহীন-গৃহহীন, শূন্য ভিক্ষুক, শূন্য বেকার, শূন্য দারিদ্র।
জনতার প্রতিক্রিয়া
সংবাদ সম্মেলনের খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে আশার আলো দেখা দিয়েছে। উপস্থিত শ্রমজীবী ও মধ্যবিত্ত অনেকে বলেন, যদি এসব প্রতিশ্রুতি সত্যিই বাস্তবায়ন হয়, তবে দেশের গরিব মানুষ বাঁচার স্বপ্ন দেখতে পারবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available