• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০২:২৮:১৮ (05-Dec-2025)
  • - ৩৩° সে:

নির্বাচন নিয়ে শঙ্কার কারণ নেই: ধর্ম উপদেষ্টা

৫ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৪১:১৯

সংবাদ ছবি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ.ফ.ম খালেদ হোসাইন বলেছেন, ‘নির্বাচন নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করবে।’

Ad

৪ ডিসেম্বর বৃহস্পতিবার জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরে অনুষ্ঠিত দুই দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

Ad
Ad

ধর্ম উপদেষ্টা বলেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন জাতিকে উপহার দিতে আশাবাদী। এতে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে। নির্বাচন নিয়ে কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত ভিন্নমত পোষণ করেনি। যত দ্রুত নির্বাচন হবে ততই জাতির কল্যাণ হবে।

হাইকোর্টে নির্বাচন স্থগিত চেয়ে করা রিট প্রসঙ্গে তিনি বলেন, মামলা করা যেকোনো নাগরিকের অধিকার। আদালত শুনানি করবে। আদালতের আদেশ এলে আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগ তা আইনি প্রক্রিয়ায় দেখবে। আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আল্লাহ যাকে মর্যাদা দেবেন তাকে কেউ নিচে নামাতে পারবে না। আর আল্লাহ যাকে নিচে ফেলবেন তাকে হাজার মানুষ চাইলেও উপরে তুলতে পারবে না।

তিনি আরও বলেন, ব্রিটিশ আমল থেকে তৈরি করা কাঠামো পরিবর্তন করতে পারলে শরীয়ত সম্মতভাবে রাষ্ট্র পরিচালনার অনেক ক্ষেত্রেই পরিবর্তন আনা সম্ভব। তবে কাঠামো পরিবর্তন না হওয়া পর্যন্ত প্রচলিত ব্যবস্থার মধ্যেই দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, ধর্মীয় উপদেষ্টা হওয়ায় আমাকে মন্দিরে যেতে হয় কিন্তু আমি বাইতুল মোকাররমে যাই ইবাদতের জন্য, আর ঢাকেশ্বরী মন্দিরে যাই রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য। ফেব্রুয়ারির পর আমি উপদেষ্টা থাকব না। তখন মন্দিরে যাওয়ার প্রয়োজনও থাকবে না। তবে যতদিন আমি সরকারের দায়িত্বে আছি, ততদিন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষের মন্ত্রী আমি। সবাইকে সরকারি বরাদ্দ দিতে না পারলে এই চেয়ারে থাকার অধিকার নেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ঝিনাইদহে বইয়ের মোড়ক উন্মোচন
৫ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:২৪:০৮

সংবাদ ছবি
বিএনপির মনোনয়ন পেয়ে যা বললেন কনকচাঁপা
৫ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৫২:৫১





সংবাদ ছবি
কলকাতায় ৫ বাংলাদেশির যাবজ্জীবন কারাদণ্ড
৫ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:১৮:১৫





Follow Us