নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ নিজেদের ভুল স্বীকার না করলে জনগণ তাদের আর গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বর্তমান বাস্তবতায় বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ তিনি দেখছেন না।

২ জানুয়ারি শুক্রবার সকালে মাগুরা শহরের নতুন বাজার এলাকার নীজনান্দুয়ালী গৌর গোপাল সেবা আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।


শফিকুল আলম বলেন, বর্তমানে জনগণের কাছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা নেই। তিনি অভিযোগ করে বলেন, দলের অনেক নেতাকর্মী দেশের বাইরে অবস্থান করে নানা ধরনের মিথ্যা তথ্য প্রচার করছেন। তারা দাবি করছেন, তিন হাজার পুলিশকে হত্যা করা হয়েছে এবং আন্দোলনে অংশ নেওয়া লাখ লাখ তরুণ-তরুণীকে জঙ্গি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন। এসব বক্তব্যের মাধ্যমে তারা আন্তর্জাতিক অঙ্গনে ভুল বার্তা দিচ্ছেন এবং পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছেন। এমন অবস্থায় দেশের মানুষ কেন তাদের গ্রহণ করবে সে প্রশ্নও তোলেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেন, গত ১৭ মাসেও আওয়ামী লীগ তাদের কোনো ভুল স্বীকার করেনি। বর্তমানে মনোনয়নপত্র গ্রহণের প্রক্রিয়াও প্রায় শেষের দিকে। এই পর্যায়ে এসে ভুল স্বীকার করলেও সময় শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। রাজনীতিতে টিকে থাকতে হলে আত্মসমালোচনা ও দায়িত্বশীল আচরণ জরুরি উল্লেখ করে তিনি বলেন, জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে অতীতের ভুল স্বীকারের কোনো বিকল্প নেই।
এর আগে শফিকুল আলম নীজনান্দুয়ালী গৌর গোপাল সেবা আশ্রমের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবামূলক কর্মকাণ্ডের খোঁজখবর নেন। এ সময় তিনি আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন।
আশ্রমের ধর্মীয় ও মানবিক কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আশ্রমের ভক্তরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available