• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৪ঠা অগ্রহায়ণ ১৪৩২ সকাল ১০:২১:৪৮ (18-Nov-2025)
  • - ৩৩° সে:

শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে জরুরি বিজ্ঞপ্তি, হতে পারে শাস্তি

১৮ নভেম্বর ২০২৫ সকাল ০৮:৪৭:২০

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে জরুরি এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)। সেই বিজ্ঞপ্তিতে দণ্ডিত আসামি হিসেবে শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার জন্য দেশের গণমাধ্যমগুলোকে অনুরোধ জানিয়েছে সংস্থাটি। 

Ad

১৭ নভেম্বর সোমবার দেশের গণমাধ্যমগুলোর জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করে এনসিএসএ।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদমাধ্যম ও অনলাইন নিউজ পোর্টাল দণ্ডপ্রাপ্ত এবং পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য ও বিবৃতি প্রচার করছে। প্রচারিত এসব বক্তব্যে সামাজিক স্থিতিশীলতা (সোশ্যাল হারমনি) বিঘ্নিত করার পাশাপাশি সরাসরি সহিংসতা, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কার্যকলাপ সৃষ্টির আহ্বান বা নির্দেশনা রয়েছে।  

এতে আরও বলা হয়েছে, দণ্ডপ্রাপ্ত এবং পলাতক আসামিদের বক্তব্য প্রচার সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এর নিয়মাবলির পরিপন্থী। বিশেষত, অধ্যাদেশের ধারা ৮(২) অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিজিটাল বা ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশিত এমন তথ্য, যেগুলো দেশের অখণ্ডতা, নিরাপত্তা বা জনশৃঙ্খলা বিঘ্নিত করে, জাতিগত বা ধর্মীয় বিদ্বেষ ছড়ায় কিংবা সহিংসতার আহ্বান জানায়, সেসব তথ্য অপসারণ বা ব্লক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। আরও স্পষ্টভাবে, অধ্যাদেশের ধারা ২৬ (১) অনুযায়ী, “ছদ্ম পরিচয়” বা অবৈধ প্রবেশের মাধ্যমে যদি কেউ ঘৃণা, জাতিগত বিদ্বেষ বা সহিংসতা প্ররোচনাকারী বক্তব্য প্রকাশ বা প্রচার করেন, তা অপরাধ এবং দণ্ডনীয়।

এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধারা ২৬ (২) অনুযায়ী, উক্ত অপরাধীরা সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, বা অনধিক সর্বোচ্চ দশ লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। তাই দণ্ডপ্রাপ্ত আসামিদের সহিংসতা, বিশৃঙ্খলা, অপরাধমূলক, উসকানিমূলক বা আহ্বানমূলক যেকোনো বিবৃতি প্রচার করা থেকে বিরত থাকতে এবং আইনি দায়বদ্ধতা বিবেচনায় রাখতে এনসিএসএ’র পক্ষ থেকে গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রুজ
১৮ নভেম্বর ২০২৫ সকাল ০৯:৩৩:২২



সংবাদ ছবি
টঙ্গীতে আগুনে পুড়লো ৬টি বস্তার গোডাউন
১৮ নভেম্বর ২০২৫ সকাল ০৯:১৮:১১







Follow Us