অনলাইন ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ৫ কর্মদিবসের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
১৮ অক্টোবর শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় বিমান।
কমিটিতে ফ্লাইট সেফটি বিভাগের প্রধানকে সভাপতি করা হয়েছে। আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি, করপোরেট সেফটি এন্ড কোয়ালিটির মহাব্যবস্থাপক, কোমালিটি এস্যুরেন্স এর চিফ ইঞ্জিনিয়ার এবং কার্গো-রফতানি বিভাগের উপ-মহাব্যবস্থাপক সদস্য হিসেবে রয়েছেন। এ ছাড়াও ইন্স্যুরেন্স বিভাগের উপ-ব্যবস্থাপককে সদস্য সচিব হিসেবে কমিটিতে রাখা হয়েছে।
কমিটির কার্যপরিধি হিসেবে যেসব বিষয় উল্লেখ করা হয়েছে তা হলো- অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিতকরণ, ক্ষয়ক্ষতি নির্ধারণ, অগ্নিকান্ডের দায়-দায়িত্ব চিহ্নিত করা এবং ভবিষ্যতে অগ্নিকাণ্ড প্রতিরোধে সুপারিশমালা তৈরি করা।
কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে একে একে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। জানা গেছে, এই কার্গো ভিলেজটিতে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য মজুদ রাখা হতো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available