নিজস্ব প্রতিবেদক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে ও আর বাড়ার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
১৮ অক্টোবর শনিবার রাত ১০টায় শাহজালালের ৮ নম্বর গেইটের সামনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাহেদ কামাল বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুপুর ২টা ৫০ মিনিটে আমাদের ইউনিটগুলো এখানে চলে আসে। তারপর থেকে আমাদের ফায়ার ফাইটিংয়ের কাজগুলো শুরু হয়েছে। আমরা যখন আসি, তখন আমাদের এখানে এভিয়েশনের যে ফায়ার ফাইটিং ভেহিকেল ছিল, সেগুলোও কাজ করছিল। এখন পর্যন্ত আমাদের ৩৭টা ইউনিট কাজ করেছে ও আমাদের জানামতে কেউ নিহত হননি।
রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে আমরা আগুন নির্বাপণের কাজ করছি। আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে ও বাড়ার কোনো শঙ্কা নেই। আমরা এখন শুধু নির্বাপণের কাজটা করে যাচ্ছি।
তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের হিসাবে, দুজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। আমরা শুনেছি, আনসারের কিছু সদস্য সম্ভবত প্রাথমিকভাবে আহত হয়ে থাকতে পারেন, আমরা সংখ্যাটা এখনো নিশ্চিত নই।
তিনি আরও বলেন, যে জায়গায় আগুন লেগেছে, সেটা হলো আমদানি কার্গো রাখার জায়গা। আনুমানিক ৪০০ গজ বাই ৪০০ গজের মতো জায়গা। এখন আমরা যে খোলা জায়গায় ও বদ্ধ জায়গায় বা বিভিন্ন স্টোরে বিভিন্ন মালামালগুলো রক্ষিত আছে, সেগুলোতে আগুন নেভানোর কাজ করেছি।
আগুনের সূত্রপাতটা কিভাবে হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এটা তদন্ত সাপেক্ষে। এখন আমরা এটা বলতে পারছি না।
আগুন নেভাতে দেরি হওয়ার কারণ জানিয়ে তিনি বলেন, আসলে আগুন নেভাতে এসে সবচেয়ে বড় সমস্যা ছিল বাতাস। যেহেতু এটা খোলা জায়গা, প্রচুর বাতাস ছিল। ফলে অক্সিজেনের একটা প্রাপ্তি সবসময় ছিল, যেটা আগুনকে জ্বালাতে সহায়তা করে। যে কারণে আপনারা অনেক উপর পর্যন্ত ধোঁয়া দেখতে পেয়েছেন।
ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে তিনি বলেন, আমরা একদিকে আগুন নিভিয়েছি, আরেকদিকে জায়গা করে দিয়েছি জিনিসপত্র বের করে আনার জন্য। তো অনেক জিনিসপত্র আমরা দেখেছি বের করতে। এখন কি পরিমাণ বা কতটুকু- এটা আসলে এই মুহূর্তে বলা সম্ভব না। কিন্তু, কিছু কিছু জিনিসপত্র বের হয়েছে।
আগুন পুরোপুরি নিভতে আর কতক্ষণ সময় লাগতে পারে, জানতে চাইলে তিনি বলেন, আমার ধারণা আর বেশিক্ষণ লাগবে না। আধা ঘণ্টার বেশি সময় লাগতে পারে। কারণ এরই মধ্যে আগুন আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে।
১৮ অক্টোবর শনিবার দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজের কুরিয়ার গোডাউনে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়। দুপুর ২টা ৩৪ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আরও ২৭টি ইউনিট যোগ হয়ে মোট ৩৭টি ইউনিট কাজ করে।
শেষমেশ সূত্রপাতের ৭ ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available