নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’। আগামী অক্টোবর মাসে এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা ও প্রেস মিটিং আয়োজন করবে ডিএমএফ।
এই অ্যাওয়ার্ডের মাধ্যমে সাংবাদিকতা ও মিডিয়ার বিভিন্ন সেক্টরে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে। সাংবাদিকতা পেশাকে আরও শক্তিশালী করা ও ডিজিটাল মিডিয়ার সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।
পুরস্কারের ক্যাটাগরি
এই বছর বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে:
অনুসন্ধানী সাংবাদিকতা
প্রযুক্তি সাংবাদিকতা
ব্যবসা (বিজনেস) সাংবাদিকতা
মফস্বল সাংবাদিকতা
আলোচিত সংবাদ
সমাজে প্রভাব (ইমপ্যাক্ট অন সোসাইটি)
প্রবাস সাংবাদিকতা
মাল্টিমিডিয়া কনটেন্ট
ক্রীড়া সাংবাদিকতা
বিনোদন সাংবাদিকতা
এছাড়াও বিশেষ ক্যাটাগরিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।
অংশগ্রহণের সুযোগ
‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫’-এ টিভি, সংবাদপত্র বা নিবন্ধিত অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নিতে পারবেন। শীঘ্রই প্রেস মিটিংয়ে আবেদন করার নিয়ম, সময় ও রিপোর্ট/ডিজিটাল ভিডিও কনটেন্ট জমা দেওয়ার তারিখ জানানো হবে।
মূল্যায়ন প্রক্রিয়া
গঠিত জুরি বোর্ড জমাকৃত প্রতিবেদন ও কনটেন্ট পর্যালোচনা করে সেরা কাজগুলোকে বাছাই করবে এবং বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে।
ডিজিটাল মিডিয়া ফোরাম আশা করছে, এই আয়োজন দেশের ডিজিটাল মিডিয়া খাতকে আরও এগিয়ে নেবে এবং আন্তর্জাতিক মানে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available