• ঢাকা
  • |
  • রবিবার ২রা ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৭:২৬:৪৪ (17-Aug-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

নির্বাচনে আমিই জিতবো : বাইডেন

১৩ জুলাই ২০২৪ সকাল ১১:২৮:৫০

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনী দৌড় থেকে সরে যেতে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর দলের সিনিয়র অনেক নেতার পক্ষ থেকে চাপ আছে।  

তবে সেই চাপ দূরে ঠেলে বাইডেন দ্ব্যর্থহীনভাবে ঘোষণা দিয়েছেন, নির্বাচনে তিনি থাকছেন।

এই নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় ১২ জুলাই শুক্রবার ডেট্রয়েটে দেওয়া বক্তব্যে ট্রাম্পকে নানাভাবে ঘায়েল করার চেষ্টা করেন বাইডেন। ট্রাম্প একজন নারীকে ধর্ষণ করেছেন বলেও অভিযোগ করেন তিনি।  

জনসভায় উপস্থিত সবার উদ্দেশে বাইডেন বলেন, আপনাদের মতো ১ কোটি ৪০ লাখ ডেমোক্রেট প্রাইমারিতে আমাকে ভোট দিয়েছেন। আপনারাই আমাকে মনোনীত করেছেন, অন্য কেউ না। প্রেস নয়, পন্ডিত নয়, অভ্যন্তরীণ কোনো শক্তি নয়, দাতারা নয়... আপনারা ভোটাররা সিদ্ধান্ত দিয়েছেন, অন্য কেউ নয়, আর আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি না।  

‘আমি নির্বাচনে থাকছি আর এতে আমিই জিতবো।’

ডেট্রয়েট হাই স্কুলে দেওয়া বক্তব্যে এসব বলেন বাইডেন। বাইডেনকে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর জন্য ডেমোক্র্যাট আইন প্রণেতা এবং দাতাদের দিক থেকে চাপ বাড়ছিল।

প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে বেশ কিছু কথা বলেন বাইডেন। নানা প্রসঙ্গে ট্রাম্পকে নিয়ে কথা বলেন তিনি। বাইডেন ট্রাম্পকে দণ্ডপ্রাপ্ত অপরাধী বলেও আখ্যায়িত করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
সিইসির সঙ্গে বিএনপির বৈঠক
১৭ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:৪১:৩৬




সংবাদ ছবি
কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ আটক ২
১৭ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:০৭:১৯





সংবাদ ছবি
বকশীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আটক ১
১৭ আগস্ট ২০২৫ বিকাল ০৩:৪৬:০৫