সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় অভিযান পরিচালনা করে ভারতীয় জাল রুপি ও টাকাসহ মো. রফিকুল ইসলাম ওরফে রফিক (৪২) নামের জাল টাকা কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১৭ আগস্ট রোববার সকাল সাড়ে ১০টার দিকে জাল টাকা ও রুপিসহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ওসি) মো. জালাল উদ্দীন। এর আগে গত রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগের কুন্ডলবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাল টাকা কারবারি মো. রফিকুল ইসলাম ওরফে রফিক বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার বাখরখাঠী গ্রামের মৃত মান্নান সিকদারের ছেলে। তিনি পেশাদার জাল টাকা কারবারি বলে জানা গেছে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় রফিকুল ইসলাম রফিক নামের একজনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০০ রুপি মানের ৭৯ টি নোট ও ৫০০ টাকার ২৩২ টি জাল নোট উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন বলেন, মো. রফিকুল ইসলাম নামের এক জাল টাকা কারবারিকে ৩৯ হাজার ৫০০ ভারতীয় জাল রুপি ও ১ লাখ ১৬ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত আলামতসহ জাল নোট কারবারিকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available