• ঢাকা
  • |
  • রবিবার ২রা ভাদ্র ১৪৩২ রাত ০৮:২৬:৩৯ (17-Aug-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

সিইসির সঙ্গে বিএনপির বৈঠক

১৭ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:৪১:৩৬

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির অগ্রগতি নিয়ে আলোচনার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। এমনটাই জানিয়েছেন প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

১৭ আগস্ট রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

প্রতিনিধি দলে আরও রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। একই সাথে, সিইসিও জানিয়েছেন যে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচনের প্রায় দুই মাস আগে, অর্থাৎ ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে।

এমন পরিস্থিতিতে, নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়ন সূচি সম্পর্কে জানতে বিএনপির প্রতিনিধি দলটি ইসি ভবনে আসে। বৈঠকের আগে সাংবাদিকদের কাছে নজরুল ইসলাম খান বলেন, তারা নির্বাচন কমিশনের অগ্রগতির বিষয়গুলো জানার চেষ্টা করবেন।

তিনি আরও বলেন, আমরা সিইসির কাছে সময় চেয়েছিলাম। তিনি সময় দিয়েছেন।

নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক নতুন কোনো ঘটনা নয়। এর আগেও বিভিন্ন নির্বাচনের আগে বিএনপিসহ অন্যান্য প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করেছে। এসব বৈঠকে সাধারণত নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

অতীতের এসব বৈঠকে প্রায়শই বিভিন্ন রাজনৈতিক দল তাদের দাবি ও সুপারিশ পেশ করেছে এবং নির্বাচন কমিশন সেগুলোর বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। এই বৈঠকটি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির চলমান আলোচনার একটি অংশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
চীন সফরে সিডস ফর দ্য ফিউচার বিজয়ীরা
১৭ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৫১:৩৭

সংবাদ ছবি
মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন
১৭ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৪৫:৫২

সংবাদ ছবি
সিইসির সঙ্গে বিএনপির বৈঠক
১৭ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:৪১:৩৬




সংবাদ ছবি
কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ আটক ২
১৭ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:০৭:১৯