আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের মাউন্ট লেবানন অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। ১৬ ডিসেম্বর মঙ্গলবার শুফ জেলার সিবলিন গ্রামে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্র: শাফাক নিউজ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলায় একটি পানিবাহী পিকআপ ট্রাককে লক্ষ্যবস্তু করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ট্রাকটি ও আশপাশের এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।


ইসরায়েলি সেনাবাহিনী হামলার দায় স্বীকার করে জানিয়েছে, এতে হিজবুল্লাহর এক সদস্যকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। একই দিনে এটি ছিল ইসরায়েলের দ্বিতীয় বিমান হামলা।
এর আগে মঙ্গলবারই দক্ষিণ লেবাননের মারকাবা-আদাইসেহ সড়কে ইসরায়েলি ড্রোন হামলায় আরও একজন নিহত এবং তিনজন আহত হন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৩৪০ জন নিহত এবং ৯৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available