আন্তর্জাতিক ডেস্ক: প্রায় দুই বছরের গৃহযুদ্ধের পর যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে সুদানের আধাসামরিক বাহিনী আরএসএফ। ৬ নভেম্বর বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন কোয়াডের প্রস্তাবিত চুক্তিতে সম্মতি জানায় বাহিনীটি। খবর আল জাজিরা, বিবিসির।

যুদ্ধবিরতি প্রস্তাবে মধ্যস্থতা করেছে সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাতও। মানবিক দৃষ্টিকোণ ও বেসামরিকদের সুরক্ষার কথা বিবেচনা করে যুদ্ধ থামানোর এই সিদ্ধান্ত বলে বিবৃতি জানিয়েছে আরএসএফ। যদিও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি প্রতিপক্ষ সুদানের সামরিক বাহিনী।


ধারণা করা হচ্ছে, চুক্তিটি কার্যকর হলে আপাতত তিন মাসের জন্য বন্ধ থাকবে সংঘাত। খোঁজা হবে চলমান রাজনৈতিক সংকটের সমাধান।
এর আগে, বর্তমান অস্থিরতায় সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতা মেনে নেবে না বলে জানিয়েছিল দেশটির সামরিক বাহিনী।
ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে ২০২৩ সাল থেকে সুদানিজ আর্মির সাথে প্যারামিলিটারি আরএসএফের সংঘর্ষ চলছে।
২৬ অক্টোবর দেশটির এল-ফাশের শহর দখলের পর এখন আরএসএফের পক্ষ থেকে এলো এই ঘোষণা। তাদের বিরুদ্ধে গণহত্যা, লুটপাট ও যৌন সহিংসতার অভিযোগ উঠেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available