• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৭:০৫:০৮ (06-Nov-2025)
  • - ৩৩° সে:

ফিলিপাইনে টাইফুন কালমায়েগিতে নিহত শতাধিক

৬ নভেম্বর ২০২৫ দুপুর ১২:০৬:৫০

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী টাইফুন কালমায়েগির তাণ্ডবে ফিলিপাইনে নিহতের সংখ্যা কমপক্ষে ১৪০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১২৭ জন।

Ad

৬ নভেম্বর বৃহস্পতিবার ন্যাশনাল সিভিল ডিফেন্স অফিস ১১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে এর সঙ্গে সেবু প্রাদেশিক কর্তৃপক্ষের রেকর্ড করা আরও ২৮ জনের মৃত্যু যুক্ত করে নিহতের সংখ্যা কমপক্ষে ১৪০ এ পৌঁছেছে। ভয়াবহ বন্যা, কাদা ধস এবং ব্যাপক ক্ষয়ক্ষতির পর টাইফুনটি বর্তমানে শক্তি বাড়িয়ে ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে।

Ad
Ad

জানা যায়, টাইফুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেবু প্রদেশের শহর ও গ্রামগুলো। সেখানে ভয়াবহ বন্যায় গাড়ি, নদীতীরের ঘরবাড়ি এবং বিশাল শিপিং কনটেইনারও ভেসে গেছে। সেবু শহরের কাছে লিলোয়ান এলাকায় বন্যায় এ পর্যন্ত ৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অনেক ভবনের ছাদ উড়ে গেছে এবং স্থানীয়রা এখন কাদামাটি সরিয়ে ঘরবাড়ি পরিষ্কারের কাজ করছেন।

এছাড়া সেবু শহরের আশেপাশে কালমায়েগির আঘাতের ২৪ ঘণ্টার আগেই ১৮.৩ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা ওই এলাকার মাসিক গড় ১৩.১ সেন্টিমিটারের চেয়ে অনেক বেশি। সবমিলিয়ে প্রায় ৮ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে, পার্শ্ববর্তী নেগ্রোস দ্বীপে টাইফুনের বৃষ্টিতে কানলাওন আগ্নেয়গিরি থেকে কাদা ধসে ঘরবাড়ি চাপা পড়ে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া ত্রাণ মিশনে থাকা সেনাবাহিনীর একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়লে এর ছয় ক্রু সদস্যের সবাই নিহত হন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
সারাদেশে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
৬ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩১:৫৬



সংবাদ ছবি
নড়াইলে অগ্নিকাণ্ডে ব্যবসায়ী দগ্ধ
৬ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৬:১৮






Follow Us