সাদিক রহমান (যুক্তরাষ্ট্র) নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
১লা সেপ্টেম্বর রোববার সকালে কুইন্স কাউন্টির " Cunningham পার্কের সুন্দর ও মনোরম পরিবেশে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের সভাপতি মো. হামিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদিক রহমানের সার্বিক পরিচালনায় ও নির্দেশনায় এবং মো. আনিসুজ্জামান সবুজের তত্ত্বাবধানে ২৫০ অধিক অতিথিদের উপস্থিতিতে Team A (সবুজ ) ও B(লাল) দলের মধ্যে হাড্ডাহাডি লড়াইয়ের মধ্যে দিয়ে চমৎকার উপভোগ্য খেলা সম্পন্ন হয়েছে।
ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানিক খেলা উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের প্রধান উপদেষ্টা ও ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের সভাপতি দুলাল বেহেদু সাহেব।
টুর্নামেন্টে Bটিমের কোচ হিসেবে ছিলেন মো. আবু মুসা ,অধিনায়ক জিয়াউর রহমান জিয়া এবং Aটিমের অধিনায়ক, মো. আব্দুল জব্বারসহ দুই দলের সকল খেলোয়াড়দের উপস্তিতে রেফারির দায়িত্ব পালন করেন মো. আনিসুজ্জামান সবুজ।
বি খেলায় অংশগ্রহণ করেন এটিএম মোজাফ্ফর হোসেন, মো. মমতাজ উদ্দিন, মো. আব্দুল জব্বার, মো. জাহিদুজ্জামান জুয়েল, মেহেদী হাসান, বিদ্যুৎ হোসেন, আলম হোসেন, আব্দুল খালেক, একেএম হক খোকন, মো. গিয়াস উদ্দিন, রাকিবুল আলম সান্টু, মো, মাসুম আলী, আহসান হাবিব লিটন, আহসানুল হক তায়েম, মেহেদির ছেলে, মো. হামিদুল ইসলাম, মো, মনিরুজ্জামান বকুল (গোলকী)
এ টিমে খেলায় অংশ গ্রহণ করেন, আব্দুর রাজ্জাক, সাদিক রহমান, মো. রবিউল ইসলাম, হাজি জালাল উদ্দিন, আব্দুল ওয়াদুদ, মো. রানা, জিয়াউর রহমান জিয়া, রাজীব খান, আতাউর রহমান রাজু, মো. ফারুক ইকবাল, আবুল সালাম, জামিউল করিম লিটন, আবু দাউদ, এম এ রহমান, আবু মুসা, আইন উদ্দিন, আইয়ান সাদিক।
খেলায় A দল ২টি গোল করে এবং B দল ১টি গোল পরে এ দলকে বিজয়ী ঘোষণা করা হয়।
সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বিজয়ী এ দলের জন্য ১০০০ ডলার এবং রানার্স আপ বি দলের জন্য 500 ডলার চেক হস্তান্তর করেন।
পরে আতিয়ার রহমান রাজু, মো. মমতাজ উদ্দিন, মো. জসিম, মো. আব্দুর রাজ্জাক ও রেজাউল করিম সমেজর নেতৃত্বে দুপরের খাবার পরিবেশন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সমিতির নেতা ইঞ্জিনিয়ার শাহেদ খান, এলমাষ্ট হাসপাতালের চিকিৎসক ডা. সাবাহ অংকুর, ঝিনাইদহ জেলা সমিতির অন্যতম নেতা মো. হাসানুজ্জামান সাবু, মো. আলামিন হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির মো. ইকবাল হোসেন, কিশোরগঞ্জ জেলা সমিতির নেতা সৈয়দ কিবরিয়া জামান, ঢাকা জেলা সমিতির সভাপতি জনাব মো. দুলাল বেহেদু, চট্টগ্রাম সমিতির নেতা মো. কামরুল হোসেন।
কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি মো. হামিদুল ইসলাম উপস্থিত থেকে সকল সদস্য, উপদেষ্টামণ্ডলী ও অতিথিদের ধন্যবাদ ও সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন |
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available